৪৫ লক্ষ টাকার হিরে ফিরিয়ে দিয়ে হিরো গুজরাটের নিরাপত্তারক্ষীর ছেলে

Updated By: Aug 20, 2017, 01:33 PM IST
৪৫ লক্ষ টাকার হিরে ফিরিয়ে দিয়ে হিরো গুজরাটের নিরাপত্তারক্ষীর ছেলে

ওয়েব ডেস্ক: ‌বিরল হলেও এখনো রয়েছেন তাঁরা। অবলীলায় তাঁরা ফিরিয়ে দিতে পারেন কুড়িয়ে পাওয়া লক্ষ লক্ষ টাকা। গুজরাটে ফের এহেন দৃষ্টান্ত গড়ল এক ১৫ বছর বয়সী নাবালক। ৪৫ লক্ষ টাকা মূল্যের হিরে ভর্তি থলে আসল মালিককে ফিরিয়ে দিয়ে হিরো সুরাতের নিরাপত্তারক্ষীর ছেলে বিশাল উপাধ্যায়।

আরও পড়ুন - ভাতের থালায় থাবা বসাচ্ছে ভয়ঙ্কর আর্সেনিক!

গত রবিবার সুরাতের হিরে ব্যবসায়ী মনসুখভাই সাওয়ালিয়ার পকেট থেকে পড়ে ‌যায় ৪৫ লক্ষ টাকার হিরে ভর্তি থলেটি। পাশেই মাঠে ক্রিকেট খেলছিল বছর ১৫-র বিশাল। থলেটি খুঁজে পায় সে। খুলতেই চক্ষু চড়কগাছ। ভিতরে চিকচিক করছে দামি হিরে। কিন্তু তাতে তাঁর সততার দৃঢ়তায় প্রভাব পড়েনি এতটুকু। হিরের থলে নিয়ে সোজা চলে ‌যায় বাবার কাছে। তাঁর পরামর্শে সুরাত হীরা অ্যাসোসিয়েশনের হাতে থলেটি তুলে দেয় বিশাল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হিরের হলের আসল মালিকের খোঁজ পায় সংগঠন। 

আরও পড়ুন - শাওমির এই ফোনে এক সঙ্গে ব্যবহার করা ‌যাবে দু'টি সিম ও মেমরি কার্ড

শনিবার এক অনুষ্ঠানে সততার জন্য বিশাল ও তার বাবা ফুলচন্দকে সংবর্ধিত করেন সুরাতের হিরে ব্যবসায়ীরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, বিশালের এক বছরের পড়াশুনোর খরচ বহন করবে তারা। 

 

.