প্রতিরক্ষায় শক্তিবৃদ্ধি ভারতের!
প্রতিরক্ষায় বেশ আরও কিছুটা শক্তিবৃদ্ধি হল ভারতের। ইন্টারসেপ্টর মিসাইল (আটককারী ক্ষেপণাস্ত্র)-এর সফল উত্ ক্ষেপণ করল ভারত। ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ বা হুইলার আইল্যান্ড থেকে আজ সকাল ৭টা ৪৫ মিনিটে উত্ ক্ষেপণ করা হয় মিসাইলটি। এরফলে দ্বিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিপেন্স সিস্টেমে নতুন মাইলস্টোন পেরল ভারত।
ওয়েব ডেস্ক : প্রতিরক্ষায় বেশ আরও কিছুটা শক্তিবৃদ্ধি হল ভারতের। ইন্টারসেপ্টর মিসাইল (আটককারী ক্ষেপণাস্ত্র)-এর সফল উত্ ক্ষেপণ করল ভারত। ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ বা হুইলার আইল্যান্ড থেকে আজ সকাল ৭টা ৪৫ মিনিটে উত্ ক্ষেপণ করা হয় মিসাইলটি। এরফলে দ্বিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিপেন্স সিস্টেমে নতুন মাইলস্টোন পেরল ভারত।
পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ৫০ কিলোমিটার উচ্চতায় যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। বঙ্গোপসাগরের উপর ২০০০ কিমি দূরত্ব থেকে একটি ছদ্ম মিসাইল ছোঁড়া হয় ভারতের দিকে। যা সফলভাবে ধ্বংস করে ইন্টারসেপ্টর মিসাইলটি। নতুন এই ক্ষেপণাস্ত্রটি স্বয়ংক্রিয়। রাডারের মাধ্যমে নিজেই লক্ষ্যের সঠিক দিক নির্ণয়ে সক্ষম।
আরও পড়ুন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখল ভারত