‘দেড় বছরের মধ্যেই ভারতের হাতে আসবে রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম’
মাটি থেকেই আকাশপথে যে কোনও হামলার মোকাবিলা করতে পারে এই সিস্টেম
নিজস্ব প্রতিবেদন: দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় বদল আনবে রাশিয়ায় তৈরি মিসাইল প্রতিরোধী ব্যবস্থা। আগামী ১৮-১৯ মাসের মধ্যেই ভারতের হাতে আসছে রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। রবিবার এমনটাই জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভ।
আরও পড়ুন-ভাবছিলাম বলব, চন্দ্রযানের পিছনে এটাকে বেঁধে নিয়ে যান, মমতাকে আক্রমণ রাহুলের
এদিন তিনি জানান, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য অগ্রিম অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে আগামী ১৮-১৯ মাসের মধ্যেই ভারতের হাতে এসে যাবে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম।
উল্লেখ্য, গত অগাস্ট মাসে রাশিয়া সফরে গিয়ে সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাত করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিরক্ষা ছাড়াও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ অক্টোবর দুদেশের মধ্যে দিল্লিতে একটি শীর্ষ বৈঠক হয়। সেই বৈঠকেই ৫.৪৩ বিলিয়ন ডলারের এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার কথা চূড়ান্ত হয়।
আরও পড়ুন-চাঁদের বুকে খোঁজ মিলল বিক্রমের, ইসরোর হাতে এল ছবি
কতটা শক্তিশালী এই এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম? মাটি থেকেই আকাশপথে যে কোনও হামলার মোকাবিলা করতে পারে এই সিস্টেম। ক্রুজ মিসাইল, ব্যালেস্টিক মিসাইল, যে কোনও যু্দ্ধ বিমান, ড্রোনকে ধ্বংস করতে পারে এটি।