এবার বিমান সফরের সময় হোয়াটসঅ্যাপ কল করুন, বিমানে চালু হচ্ছে ওয়াইফাই পরিষেবা

বিমানে ঢুকে পড়া মানেই আর জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। খুব তাড়াতাড়ি বিমানেই মিলতে চলেছে ওয়াইফাই পরিষেবা। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অনুমতি দেওয়ার পথে। আগামী আট-দশদিনের মধ্যেই হয়তো দেশের বিভিন্ন বিমানে মিলতে চলেছে ওয়াইফাই পরিষেবা। যাতে বিমান সফর করতে করতেই ইন্টারনেটের ব্যবহার করা যাবে।

Updated By: Aug 25, 2016, 10:40 AM IST
এবার বিমান সফরের সময় হোয়াটসঅ্যাপ কল করুন, বিমানে চালু হচ্ছে ওয়াইফাই পরিষেবা

ওয়েব ডেস্ক: বিমানে ঢুকে পড়া মানেই আর জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। খুব তাড়াতাড়ি বিমানেই মিলতে চলেছে ওয়াইফাই পরিষেবা। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অনুমতি দেওয়ার পথে। আগামী আট-দশদিনের মধ্যেই হয়তো দেশের বিভিন্ন বিমানে মিলতে চলেছে ওয়াইফাই পরিষেবা। যাতে বিমান সফর করতে করতেই ইন্টারনেটের ব্যবহার করা যাবে।

আরও পড়ুন-দেশের সব খবর

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, অসামরিক বিমান মন্ত্রকের বৈঠকে সবুজ সঙ্কেত মিলে গিয়েছে। একমাত্র সমস্যা ছিল যাত্রী নিরাপত্তা বিষয়টা নিয়ে। যেহেতু বিমানসফরের সময় যাত্রীরা হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন তাই একটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ওয়াইফাই পরিষবো চালু হলে প্রতি ব্যক্তিরই কল ট্রেস করতে অসুবিধা হবে না বলে জানানো হয়েছে।  

.