অনুপ্রবেশকারীদের ভারতে কোনও জায়গা নেই, অসমের মাটিতে দাঁড়িয়ে বললেন অমিত শাহ

অমিত শাহ এ দিন জানান, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তাঁর সরকার

Updated By: Sep 8, 2019, 03:55 PM IST
অনুপ্রবেশকারীদের ভারতে কোনও জায়গা নেই, অসমের মাটিতে দাঁড়িয়ে বললেন অমিত শাহ
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: দেশের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়া এল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে। তা-ও আবার অসমের মাটিতে দাঁড়িয়ে। রবিবার দু’দিনের সফরে অসমে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষের বেশি মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইবুন্যালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে তাঁদের। যদি সেখানেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টেও যেতে পারেন তাঁরা।

অমিত শাহ এ দিন জানান, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তাঁর সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেন অমিত শাহ। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পরই এমন আশঙ্কা উঠতে শুরু করে উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে।।

আরও পড়ুন- নির্বাচনে হেরে চুপ বিরোধীরা, হরিয়ানায় গিয়ে কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর এই প্রথম অসম গেলেন অমিত শাহ। তার আগে বিজেপির প্রধান হিসেবে একাধিকবার অসমে বিদেশি অনুপ্রবেশ নিয়ে তোপ দেগেছিলেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বিদেশিদের উইপোকার সঙ্গেও তুলনা করেন তিনি। এদিকে, নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন বিরাট সংখ্যক হিন্দু। ফলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর তত্ত্ব অনেকটাই ফিকে হিয়ে গিয়েছে। তাতেই প্রবল বিপাকে পড়েছে রাজ্য বিজেপি। এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বিশ্বশর্মা বলেন, এই এনআরসি অসমকে বিদেশিমুক্ত করতে পারবে না। এর জন্য নতুন পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘বর্তমানে যে নাগরিকপঞ্জি তৈরি হচ্ছে তাতে আমার কোনও আশা নেই। খসড়া তালিকা তৈরি হওয়ার সময় থেকেই তা বলছি। প্রকৃত নাগরিকরা বাদ পড়ছেন। তাহলে কীভাবে মেনে নেব এটি রাজ্যের মানুষদের ভালোর জন্য তৈরি হয়েছে?’

.