গড়করির পাশেই দল

দলের একাংশের বিরোধিতা সত্ত্বেও দল যে সভাপতি নিতিন গড়করির পাশেই দাঁড়াবে, সেকথা স্পষ্ট করে দিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিজেপির কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজেপি শীর্ষ নেতা এল কে আডবানী এদিনের বৈঠকে গড় হাজির ছিলেন।

Updated By: Nov 6, 2012, 06:30 PM IST

দলের একাংশের বিরোধিতা সত্ত্বেও দল যে সভাপতি নিতিন গড়করির পাশেই দাঁড়াবে, সেকথা স্পষ্ট করে দিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিজেপির কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজেপি শীর্ষ নেতা এল কে আডবানী এদিনের বৈঠকে গড় হাজির ছিলেন।
অন্যদিকে, ছেলের পর এবার বাবা। বিজেপি সভাপতি নিতিন গড়করির বিরুদ্ধে জেঠমালানি ক্যাম্প একেবারে রুদ্রমূর্তিতে। ছেলে মহেশ জেঠমালানি দল ছাড়ার পর এবার রাম জেঠমালানি পরিষ্কার জানিয়ে দিলেন, দুর্নীতিতে অভিযুক্ত গড়করির সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। জেঠমালানির সুরে সুর মিলিয়েছেন যশবন্ত সিং, শত্রুঘ্ন সিনহাও। সব মিলিয়ে ঘরে বাইরে বেজায় বিপাকে পড়েছেন বিজেপি সভাপতি নিতিন গড়করি। কালকে স্বামীজীর সঙ্গে দাউদের আইকিউয়ের তুলনা টেনে ইতিমধ্যেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। অন্যদিকে তাঁর বিরুদ্ধে দলের মধ্যেও ক্ষোভ ক্রমবর্ধমান। এবার গড়করির বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন রাম জেঠমালানি। সভাপতির পদ থেকে গড়করিকে সরানোর দাবিতে আগেই সরব হইয়েছিলেন তিনি। এবার জানালেন নেতা এ ব্যাপারে তাঁর সঙ্গেই রয়েছেন।
গতকালই এই ইস্যুতে বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দিয়েছেন রাম জেঠমালানির পুত্র মহেশ জেঠমালানি। জানিয়েছেন, দুর্নীতিতে অভিযুক্ত গড়করির সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পরিস্থিতি আরও জটিল করেছে স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপি সভাপতির সাম্প্রতিক মন্তব্য। গতকালই স্বামী বিবেকানন্দের সঙ্গে দাউদ ইব্রাহিমের তুলনা টানার অভিযোগে গড়করির  সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। সমালোচনায় জর্জরিত হয়ে এই মন্তব্য নিয়ে শেষ পর্যন্ত ঢোক গিলতেও বাধ্য হয়েছেন তিনি। তাঁর মন্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে পরিবেশিত হয়েছে বলে দাবি করেছেন গড়করি। সামনেই সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে দলের সভাপতিকে নিয়ে দলে ফাটল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বিজেপি শিবির।

.