হেমন্ত সোরেনের শপথগ্রহণে বিরোধী ঐক্য প্রদর্শনের চেষ্টা, থাকতে পারেন ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী

সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৪৭ আসন পেয়ে বিজেপিকে ক্ষমতা থেকে উত্খাত করেছে জেএমএম-কংগ্রেস জোট

Updated By: Dec 29, 2019, 01:44 PM IST
হেমন্ত সোরেনের শপথগ্রহণে বিরোধী ঐক্য প্রদর্শনের চেষ্টা, থাকতে পারেন ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন। এক বছরে ৫ রাজ্যে বিজেপি ক্ষমতা হারানোর পর আজ বিরোধীদের শক্তি দেখানোরও সময়। সেই ব্যবস্থা করেও রেখেছে জেএমএম-কংগ্রেস। হেমন্তের শপথে যোগ দিচ্ছেন অধিকাংশ বিরোধীরাই।

আরও পড়ুন-এই দেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

এখনও পর্যন্ত ঠিক রয়েছে হেমন্তের শপথ গ্রহণে যোগ দিতে পারেন রাহুল গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, এনসিপি নেতা শরদ পাওয়ার, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবরা। এছাড়াও হেমন্তের শপফে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

শপথগ্রহণের দিনটিকে সংকল্প দিবস হিসেবে পালন করছে জেএমএম।  আজ সকালে হেমন্ত সোরেন টুইট করে জানিয়েছেন, যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানুষ আমাদের দিয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। নতুন  সরকারের কাছে আপনারা কী আশা করেন তা জানি।  এই শপথগ্রহণ অনুষ্ঠানে আপানাদের সবার আমন্ত্রণ।

আরও পড়ুন-জয় শ্রী রাম বলে ভিডিয়ো শেয়ার করলেন পাকিস্তানের কানেরিয়া! বললেন,বেইমানি করিন

সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৪৭ আসন পেয়ে বিজেপিকে ক্ষমতা থেকে উত্খাত করেছে জেএমএম-কংগ্রেস জোট। বিজেপি নেমে গিয়েছে ২৫ এর নীচে। বিজেপির ক্ষেত্রে এই ফল বড় ধাক্কায়।

রাজ্যের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। এনিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন সোরেন। এছাড়াও ২০০৯-২০১৩ সালের মধ্যে অর্জুন মুন্ডা সরকারে উপ মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি।

.