সকাল ১০ পর্যন্ত ১০% ভোট পড়ল কাশ্মীরে, ৯টা পর্যন্ত ঝাড়খন্ডে পড়ল ১৩%
আজ চতুর্থদফার নির্বাচন চলছে জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে। সকাল ১০টা পর্যন্ত পাহাড়ে ভোট পড়েছে ১০ শতাংশ। অন্যদিকে ঝাড়খণ্ডে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩ শতাংশ। কাশ্মীরের শাম্ভায় ভোট পড়েছে ১৩.৫৬ শতাংশ। ১২.৭১ শতাংশ পড়েছে বিজয়পুরে। আজই ভোট দেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ভোট দিয়ে ওমরের টুইট
ওয়েব ডেস্ক: আজ চতুর্থদফার নির্বাচন চলছে জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে। সকাল ১০টা পর্যন্ত পাহাড়ে ভোট পড়েছে ১০ শতাংশ। অন্যদিকে ঝাড়খণ্ডে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩ শতাংশ। কাশ্মীরের শাম্ভায় ভোট পড়েছে ১৩.৫৬ শতাংশ। ১২.৭১ শতাংশ পড়েছে বিজয়পুরে। আজই ভোট দেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ভোট দিয়ে ওমরের টুইট
7 months ago when dad came out after voting for himself he quipped that he'd done a selfie, I guess now I've done a selfie as well.
— Omar Abdullah (@abdullah_omar) December 14, 2014
নির্বাচন শুরু হওয়ার ২ ঘণ্টা পর্যন্ত ঝাড়খন্ডে ভোট পরেছে ১৩ শতাংশ।