কোঝিকোড়ে মাওবাদীদের মদত দিচ্ছে ইসলামি জঙ্গিরা, চাঞ্চল্যকর দাবি কেরলের সিপিএম নেতার

ইসলামি জঙ্গি সংগঠনের মদতের কথা বললেও কোনও সংগঠনের নাম করেননি মোহানান

Updated By: Nov 19, 2019, 02:09 PM IST
কোঝিকোড়ে মাওবাদীদের মদত দিচ্ছে ইসলামি জঙ্গিরা, চাঞ্চল্যকর দাবি কেরলের সিপিএম নেতার

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে মাওবাদীদের মদত দিচ্ছে কিছু ইসলামি জঙ্গি। এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করে দিলেন কেরলের সিপিএম নেতা পি মোহানান।

আরও পড়ুন-বাড়িভাড়ার রসিদ হবে কার নামে, বচসার জেরে স্ত্রীর গলায় বঁটির কোপ বসিয়ে দিল স্বামী

মঙ্গলবার কোঝিকোড় সিপিএম জেলা সম্পাদক মোহানান এক সভায় বলেন, ‘রাজ্যে ইসলামি জঙ্গিরা মাওবাদীদের সাহায্য করছে। কোঝিকোড় এখন মাওবাদীদের আখড়া হয়ে উঠেছে।’

ইসলামি জঙ্গি সংগঠনের মদতের কথা বললেও কোনও সংগঠনের নাম করেননি মোহানান। তিনি বলেন, ইসলামি জঙ্গি সংগঠনগুলি রাজ্যের মাওবাদীদের সাহায্য করছে। পুলিসের উচিত এই দিকটা খতিয়ে দেখা।

আরও পড়ুন-মদনমোহন মন্দিরে 'মা-মাটি-মানুষ' গোত্রে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২ সিপিএম নেতার বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ এনেছে পুলিস। এর জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা করেন মোহানান। সম্প্রতি পালাক্কাডে আলান সুহাইব ও ত্বহা ফজল নামে ২ সিপিএম কর্মী মাওবাদীদের সমর্থনে লিফলেট বিলি করছিলেন। তাদের গ্রেফতার করে পুলিস। মাওবাদীদের সঙ্গে যোগাযোগের জন্য এদের গ্রেফতার করা হয়।

.