Monsoon Session of Parliament LIVE: বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত স্থগিত বাদল অধিবেশন

সোমবার থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament)।

Last Updated: Monday, July 19, 2021 - 12:52
Monsoon Session of Parliament LIVE: বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত স্থগিত বাদল অধিবেশন

 নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament)। করোনাকালে ২৫২ তম বাদল অধিবেশনে সরকার ৩০টি বিল আনার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, বিরোধীরা পণ্যের দাম,. করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সরব হবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের কথা শোনা হবে। 

 সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক ইস্য়ুতে সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়ে সুর চড়িয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। এবারের অধিবেশনে সরকারকে নাস্তানাবুদ করতে যে তাঁরা কোমর বেঁধে নামছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্যায় (Sudip Banerjee), অধীর চৌধুরীরা (Adhir Chowdhury)। 
 

19 July 2021, 12:45 PM

মহিলা মন্ত্রীদের সঙ্গে পরিচয় করাতেই বিরোধীদের হইহট্টগোল: মোদী

19 July 2021, 11:15 AM

"দলিত, গ্রামীণ পরিবার থেকে মন্ত্রীপরিষদে ঠাঁই পেয়েছেন অনেকে, যা সত্যিই গর্বের

লোকসভায় তুমুল হট্টগোল বিরোধীদের

দেশের মহিলা, দেশের চাষীর সন্তান, দেশে দলিত মন্ত্রী হয়েছেন, অনেকেই তা মেনে নিতে পারছেন না, তাই লোকসভার মর্যাদা ক্ষুণ্ণ করছেন"

19 July 2021, 11:00 AM

বাদল অধিবেশন শুরু হল। প্রথমেই জাতীয় সঙ্গীত। 

19 July 2021, 10:45 AM

পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি নিয়ে এবার আরও তথ্য জানতে চাওয়া হল সিপিআইয়ের তরফে। দলের রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম ২৬৭ ধারায় বিজনেজ নোটিস স্থগিতের কথা জানিয়েছেন। যা পেগাসাস স্পাইওয়্যারের ব্যাপ্তি সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করে।

19 July 2021, 10:45 AM

মোদী সরকারের উপর চাপ বৃদ্ধি করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। আপ-এর সাংসদ সঞ্জয় সিং রাজ্যসভায়  নোটিস দিয়েছেন। বিরোধী হিসেবে তাদের তরফে বলা হয়েছে যে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে যেভাবে দেশের সাংবাদিক ও বিরোধী মন্ত্রীদের ফোন ট্যাপ করা হচ্ছে সে বিষয়ে আলোচনা করতে।

19 July 2021, 10:45 AM

'টিকা নিলেই বাহুবলী। সংসদে অবশ্যই সাংসদরা করোনা প্রোটোকল মেনে চলুন,' বললেন মোদী  

সাংসদরা তীক্ষ্ণ ও ক্ষুরধার প্রশ্ন অবশ্যই করবেন তবে সরকারপক্ষকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে, বললেন মোদী

করোনার বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়তে হবে, দেশবাসীকে অনুরোধ মোদীর  

19 July 2021, 10:30 AM

 পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে সংসদে তৃণমূল সাংসদরা। তাঁরা যে আজ সুর চড়াবেন  বাদল অধিবেশনে তা স্পষ্ট করে জানিয়েছেন তাঁরা। ডেরেক ও ব্রায়েন সহ বাকি সাংসদরা দিল্লির পথে সাইকেল চালিয়ে তারা সংসদের দিকে এগোচ্ছেন।