করোনা পরিস্থিতি ভয়াবহ! মধ্যপ্রদেশে শুক্রবার থেকে সোমবার শহরাঞ্চলে Lockdown

রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলবে কার্ফু। শুধু শহরাঞ্চলে নয়, বিভিন্ন জেলাতেও জারি থাকবে এই নিয়ম। 

Updated By: Apr 8, 2021, 02:22 PM IST
করোনা পরিস্থিতি ভয়াবহ! মধ্যপ্রদেশে শুক্রবার থেকে সোমবার শহরাঞ্চলে Lockdown

নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশের শহরাঞ্চলে লকডাউন ঘোষণা করল প্রসাশন। অত্যাধিকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ঠেকাতে ইতিমধ্যে কার্ফুও জারি করা হয়েছে। শুক্রবার সন্ধে ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত চলবে লকডাউন। অন্যদিকে, ৮ এপ্রিল অর্থাৎ আজ থেকেই চালু হবে কার্ফু। চলবে আগামী ৭ দিন। রাজ্য সরকার পরবর্তী তিন মাসের জন্য প্রতি সপ্তাহে পাঁচ দিন সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

শুক্রবার থেকে সোমবার লকডাউনের পর, আগামী তিন  মাসের জন্য সপ্তাহে ৫ দিন থাকবে কাজের দিন। সময় বেঁধে দেওয়া হবে সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা। অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে শনি ও রবি। আর আজ থেকে শুরু হচ্ছে নাইট কার্ফু। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলবে কার্ফু। শুধু শহরাঞ্চলে নয়, বিভিন্ন জেলাতেও জারি থাকবে এই নিয়ম। 

 

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা একদিনে ৪,০৪৩। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১,৯০৪ জন। সুস্থ হয়েছে ২১২৬। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৩। 

.