মাসের শুরুতেই দাম বাড়ল ভর্তুকি‌যুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের

Updated By: Sep 1, 2017, 06:58 PM IST
মাসের শুরুতেই দাম বাড়ল ভর্তুকি‌যুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের

ওয়েব ডেস্ক: ফের বাড়ল ভর্তুকি‌যুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। শুক্রবার সিলিন্ডার পিছু ৭টাকা দাম বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষ শেষের আগেই রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই প্রতি মাসে দাম ধাপে ধাপে বাড়ানো হবে।

 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, দিল্লিতে ভর্তুকি‌যুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ৪৮৭.১৮ টাকা। আগে তা ৪৭৯.৭৭ টাকা ছিল। ৩১ জুলাই পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় জানিয়েছিলেন, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে প্রতি মাসে ৪ টাকা করে দাম বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার। এভাবে ধাপে ধাপে দাম বাড়িয়ে মার্চের মধ্যেই সম্পূর্ণ ভর্তুকি তুলে দেওয়া হবে। সেইমতো গত ১ অগাস্ট রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ২.৩১ টাকা। সরকারের বেঁধে দেওয়া ৪ টাকার লক্ষ্যমাত্রা পূরণে এমাসে এতটা দাম বাড়ানো হল।

আরও পড়ুন, দুর্নীতিতে এশিয়ায় শীর্ষে ভারত, তবে মোদীর উপরে ভরসা ৫৩ শতাংশ দেশবাসীর

.