স্বাধীনতা দিবসে তুলতে হবে তিরঙ্গা; গাইতে হবে জাতীয় সংগীত, মাদ্রাসাগুলিকে নির্দেশ যোগী সরকারের

Updated By: Aug 11, 2017, 06:20 PM IST
স্বাধীনতা দিবসে তুলতে হবে তিরঙ্গা; গাইতে হবে জাতীয় সংগীত, মাদ্রাসাগুলিকে নির্দেশ যোগী সরকারের

ওয়েব ডেস্ক: আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রত্যেকটি মাদ্রাসাকে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। গাইতেই হবে জাতীয় সংগীত। রাজ্যের মাদ্রাসাগুলিকে এমনই নির্দেশ দিল উত্তর প্রদেশের যোগী সরকার। শুধু তাই নয়, অনুষ্ঠানের ছবি তুলে রাখতে হবে, ভিডিওগ্রাফিও করতে হবে।

উত্তর প্রদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম রাজ্যের মাদ্রাসাগুলিকে স্বাধীনতা দিবস পালন করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। যোগী সরকারের এই নির্দেশিকায় অবশ্য রাজ্যের বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

বর্তমানে উত্তর প্রদেশে ৫৬০ সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে। এছাড়াও রয়েছে আরও কয়েক হাজার মাদ্রাসা। সবমিলিয়ে রাজ্যে মাদ্রাসার সংখ্যা ৮ হাজার। ওইসব মাদ্রাসাগুলির জন্য তৈরি করা হয়েছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। সরকারি নির্দেশিকায় ওইসব মাদ্রাসার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও ও স্টিল ফোটোগ্রাফি সংগ্রহ করতে বলা হয়েছে। এ ব্যপারে রাজ্যের সংখ্যালঘু দফতরকে তদরকির দায়িত্ব দেওয়া হয়েছে।

.