এবার থেকে অনলাইনেই কেনা যাবে ম্যাগি নুডুলস

এবার থেকে ম্যাগি নুডুলস পাওয়া যাবে স্ন্যাপডিলেও। দীর্ঘ প্রতিক্ষার পর আজই বাজারে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ম্যাগি। অনলাইন শপিং সাইট স্ন্যাপডিলের সঙ্গে যৌথভাবে অনলাইনে ম্যাগি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নেসলে। যেখানে ১২তার প্যাক পাওয়া যাবে মাত্র ১৪৪ টাকায়।

Updated By: Nov 9, 2015, 02:33 PM IST
এবার থেকে অনলাইনেই কেনা যাবে ম্যাগি নুডুলস

ওয়েব ডেস্ক: এবার থেকে ম্যাগি নুডুলস পাওয়া যাবে স্ন্যাপডিলেও। দীর্ঘ প্রতিক্ষার পর আজই বাজারে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ম্যাগি। অনলাইন শপিং সাইট স্ন্যাপডিলের সঙ্গে যৌথভাবে অনলাইনে ম্যাগি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নেসলে। যেখানে ১২তার প্যাক পাওয়া যাবে মাত্র ১৪৪ টাকায়।

নেসলের তরফ থেকে জানানো হয়েছে, ৮টি রাজ্যে পাওয়া যাবে না ম্যাগি। সেই রাজ্যগুলিতে ম্যাগি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কর্ণাটকের নানজানগুড, পাঞ্জাবের মোগা এবং গোয়ার বাইচোলিম, আপাতত এই ৩টি স্থানেই ম্যাগি তৈরি করা হবে। এরপর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও উৎপাদন ক্ষেত্র তৈরি করা হবে।  

এফএমসিজির তরফ থেকে জানানো হয়েছে, নেসলের ম্যাগিগুলি ৩টে ল্যাব থেকে পরীক্ষা নীরিক্ষা করার পর হাইকোর্টের তরফ থেকে অনুমতি নিয়েই বাজারে নিয়ে আসা হয়েছে।

ন্যাশানাল এবং ইন্টারন্যাশানাল মিলিয়ে ৩ হাজার ৫০০টি টেস্টের ১০ লক্ষ্যেরও বেশি নুডুলস প্রস্তুত করা হয়েছে।

নেসলের ম্যাগি বাজার থেকে বন্ধ হয়ে যাওয়ার পর নেসলের রেট স্টক মার্কেটে কমে যায় অনেক বেশি।

.