টুইটারে টেক মাহীন্দ্রা কর্মীকে পদত্যাগে বাধ্য করায় ক্ষমাপ্রার্থী আনন্দ মাহীন্দ্রা
টেক মাহীন্দ্রার এক কর্মীকে সেই সংস্থার এইচআর এক্সিকিউটিভ টুইটারের মাধ্যমে জোর করে চাকরি ছাড়তে বাধ্য করানোর জন্য ক্ষমা চাইলেন মাহীন্দ্রা গ্রুপের আনন্দ মাহীন্দ্রা। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে টেক মাহীন্দ্রা সংস্থার সিইও সিপি গুরনানিও টুইট করে অনুশোচনা করেছেন। কিন্তু ঠিক কী হয়েছিল যার জন্য এই দুঃখ প্রকাশ ও অনুশোচনা?
ওয়েব ডেস্ক: টেক মাহীন্দ্রার এক কর্মীকে সেই সংস্থার এইচআর এক্সিকিউটিভ টুইটারের মাধ্যমে জোর করে চাকরি ছাড়তে বাধ্য করানোর জন্য ক্ষমা চাইলেন মাহীন্দ্রা গ্রুপের আনন্দ মাহীন্দ্রা। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে টেক মাহীন্দ্রা সংস্থার সিইও সিপি গুরনানিও টুইট করে অনুশোচনা করেছেন। কিন্তু ঠিক কী হয়েছিল যার জন্য এই দুঃখ প্রকাশ ও অনুশোচনা?
I want to add my personal apology. Our core value is to preserve the dignity of the individual & we'll ensure this does not happen in future https://t.co/yBxAxvFZlc
— anand mahindra (@anandmahindra) July 7, 2017
টেক মাহীন্দ্রার এক কর্মীকে সংস্থার মানব সম্পদ উন্নয়ন দফতরের (এইচআর) এক এক্সিকিউটিভ টুইট করে পদত্যাগ করার জন্য বাধ্য করে করেন। বলা হয়, সে যদি পরের দিন সকাল দশটার মধ্যে নিজে হতে পদত্যাগ না করে তাহলে তাঁকে বরখাস্ত করা হবে। জানা গেছে, সংস্থার ব্যায় সংকোচ করার টার্গেট ছিল ওই এইচআর এক্সিকিউটিভের উপর।