প্রায় বিমানবন্দরের মতোই স্বাচ্ছন্দ্য, নতুন রূপে নয়া দিল্লি স্টেশন, দেখুন ভিডিও

যাত্রীদের জন্য বসানো হয়েছে চলমান সিঁড়ি ও লিফট

Updated By: Jan 13, 2019, 05:23 PM IST
প্রায় বিমানবন্দরের মতোই স্বাচ্ছন্দ্য, নতুন রূপে নয়া দিল্লি স্টেশন, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন: দেশের বেশ কয়েকটি রেল স্টেশনকে বিমানবন্দরের মতো সাজানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। বিমানবন্দরের মতোই ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে সেখানে হবে চেক ইন। ইতিমধ্যেই প্রয়াগরাজে রেল স্টেশনে ওই ব্যবস্থা চালু করা হয়েছে। একইরকমভাবে ঢেলে সাজানো হল নয়াদিল্লি স্টেশনও। এনিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল।

আরও পড়ুন-মহাজোটে ধাক্কা! উত্তর প্রদেশে ৮০টি আসনে একাই লড়বে কংগ্রেস

গোটা স্টেশনকে সাজানো হয়েছে এলইডি লাইটে। যাত্রীদের জন্য বসানো হয়েছে চলমান সিঁড়ি ও লিফট। যাত্রীদের অপেক্ষা করার লাউঞ্জ সাজানো হয়েছে একাধিক ছবি দিয়ে। বিশাল বিশাল এলইডি বোর্ডে ভেসে উঠছে ট্রেনের সময়সূচি। রাখা হয়েছে সোলার লাইটও।

স্টেশন ভবনের পাশাপাশি সাজানো হয়েছে প্লাটফর্মও। ওয়েটিং রুমের খোলনলচে বদলে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে ফুড কোর্ট। বসানো হয়েছে ওয়াটার ভেন্ডিং মেশিন।

আরও পড়ুন-ভয়ঙ্কর ঘটনা কড়েয়ায়, ব্লেড নিয়ে হামলা, ধাওয়া করে গুলি যুবককে

উল্লেখ্য যাত্রীদের সুবিধার জন্য দেশের বিভিন্ন স্টেশনে মোট ২৫০০ এসকেলেটর ও ১০০০ লিফট বসানোর পরিকল্পনা করেছে সরকার। এছাড়া যাত্রীরা এবার অনলাইনেই রিটায়ারিং রুম বুক করতে পারবেন। তৈরি করা হচ্ছে বেবি ফিডিং বুথও।

 

.