Congress Steering Committee: কংগ্রেস সভাপতি হয়েই খাড়গে গড়লেন স্টিয়ারিং কমিটি, জায়গা কী হল থারুরের?

প্রশ্ন উঠেছে ওই ৪৭ জনের তালিকায় রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া, মনমোহনরা। কিন্তু শশী থারুর নেই কেন? দলের সম্মতিতেইতো সভাপতি নির্বাচনে লড়াই করেছিলেন শশী। তাহলে কি সভাপতি হওয়ার পর খাড়গে যে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন তা শুধু ফাঁকা আওয়াজ?

Updated By: Oct 27, 2022, 04:07 PM IST
Congress Steering Committee: কংগ্রেস সভাপতি হয়েই খাড়গে গড়লেন স্টিয়ারিং কমিটি, জায়গা কী হল থারুরের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের হাল এখন ১০ জনপথ ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গের হাতে। কংগ্রেসের সভাপতি হয়েই কংগ্রেসের স্টিয়ারিং কমিটি তৈরি করে ফেললেন দলের বর্ষীয়ান এই নেতা। কমিটিতে রেখেছেন ৪৭ জন নেতাকে। বাংলা থেকে রয়েছেন অধীর চৌধুরী। রয়েছেন রাহুল, সোনিয়া। আর তাত্পর্যপূর্ণভাবে ওই কমিটিতে নেই শশী থারুর। খাড়গের তাঁর টিম তৈরির জন্য প্রথা মেনে ইস্তফা দেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সব সদস্যরা। তার পরেই ৪৭ জনের কমিটির কথা ঘোষণা করেন খাড়গে। ওই ৪৭ জনের হাতেই থাকবে দলের সব সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা। তবে অবশ্যই সবার আগে সেই সিদ্ধন্তে সিলমোহর থাকতে হবে গান্ধীদের। দলের পরবর্তী প্লেনারি সেশনে নতুন ওয়ার্কিং কমিটি বেছে নেবে কংগ্রেস।

আরও পড়ুন-আমাদের হাতে একটাও বিধায়ক নেই, সরকার ফেলে দেব, এত ভয় তৃণমূলের!

এদিকে, প্রশ্ন উঠেছে ওই ৪৭ জনের তালিকায় রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া, মনমোহনরা। কিন্তু শশী থারুর নেই কেন? দলের সম্মতিতেইতো সভাপতি নির্বাচনে লড়াই করেছিলেন শশী। তাহলে কি সভাপতি হওয়ার পর খাড়গে যে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন তা শুধু ফাঁকা আওয়াজ? এক দিক থেকে দেখতে গেলে ওই স্টিয়ারিং কমিটি একটি অস্থায়ী ব্যবস্থা। ওই কমিটিতে রয়েছেন সলমান খুরশিদ, অম্বিকা সোনি, পি চিদম্বরম, দিগ্বিজয় সিংয়ের মতো নেতারা। তবে কমিটিতে নেই অশোক গেহলট ও ভূপেস বাঘেলের মতো নেতা। নেই সচিন পাইলট, দীপেন্দ্র হুডার মেতা তরুণ নেতারাও। 

উল্লেখ্য, সভাপতি নির্বাচিত হওয়ার পর খাড়গে ঘোষণা করেছিলেন উদয়পুর অধিবেশনের কথা তিনি মাথায় রাখবেন। দেশের তরুণ, কৃষক ও মহিলাদের কথা মাথায় রেখে দলের নীতি নির্ধারণ করা হবে। উল্লেখ্য, সভাপতি নির্বাচনের পর খাড়গের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুজরাট, হিমাচল প্রদেশের মতো রাজ্যে দলকে একটা জায়গায় আনা। এর জন্য তাঁকে লড়াই করতে হবে বিজেপির পাশাপাশি আপ-এর সঙ্গেও। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.