অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বৈঠক এড়ালেন মমতা

অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বৈঠকে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সোমবার বৈঠক করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে যোগ দিচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Updated By: Apr 15, 2012, 03:23 PM IST

অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বৈঠকে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সোমবার বৈঠক করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে যোগ দিচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
সূত্রে খবর, আগামী ৫ মে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার (এনসিটিসি) ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনসিটিসি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। কিন্তু এই বিতর্কিত ইস্যুটি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত দিন ১৬ এপ্রিল থেকে পিছিয়ে ৫ মে করার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা, নবীন পট্টনায়েক সহ বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী।
এনসিটিসি`র বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছেন ওড়িশা, তামিলনাড়ু, গুজরাট সহ ৬টি রাজ্য। বিরোধিতা করেছেন ইউপিএ শরিক তৃণমূল কংগ্রেসও। যদিও তাত্‍পর্যপূর্ণ ভাবে এনসিটিসি ইস্যুতে সংসদে ভোটাভুটিতে অংশ নেয়নি তৃণমূল। ঘরে-বাইরে বিরোধিতায় চাপে পড়েই এনসিটিসি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

.