কয়লা কেলেঙ্কারি নিয়ে কিছুই লুকনোর নেই, আশ্বাস প্রধানমন্ত্রীর
বিরোধীদের চাপে শেষপর্যন্ত সংসদে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের বিঁধে তিনি বলেন, কয়লা ব্লক বন্টনের নিখোঁজ ফাইল নিয়ে অহেতুক হৈচৈ হচ্ছে। এনিয়ে সরকারের লুকনোর কিছুই নেই। প্রধানমন্ত্রীর দাবি, নিখোঁজ ফাইলের হদিশ পেতে সবরকম চেষ্টা হচ্ছে। তিনি বলেন, "ইতিমধ্যেই তদন্তের স্বার্থে কয়লা বন্টনের অধিকাংশ কাগজপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।"
বিরোধীদের চাপে শেষপর্যন্ত সংসদে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের বিঁধে তিনি বলেন, কয়লা ব্লক বন্টনের নিখোঁজ ফাইল নিয়ে অহেতুক হৈচৈ হচ্ছে। এনিয়ে সরকারের লুকনোর কিছুই নেই। প্রধানমন্ত্রীর দাবি, নিখোঁজ ফাইলের হদিশ পেতে সবরকম চেষ্টা হচ্ছে। তিনি বলেন, "ইতিমধ্যেই তদন্তের স্বার্থে কয়লা বন্টনের অধিকাংশ কাগজপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।"
রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কয়লা বন্টন দুনীর্তি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে হৈচৈ শুরু করে বিরোধীরা। আজ লোকসভাতেও কয়লা দুর্নীতি নিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী। বিরোধীদের হট্টগোলে আজ দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
কয়লা দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি অবশ্য কোনওভাবেই সন্তুষ্ট করতে পারেনি বিরোধীদের। খোয়া যাওয়া ফাইলগুলির হদিশ পেতে সরকার ঠিক কী কী ব্যবস্থা নিচ্ছে, প্রধানমন্ত্রীর বিবৃতিতে তা আদৌ স্পষ্ট নয়। এমনই অভিযোগ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি। রাজ্যসভার সিপিআইএম সাংসদ সীতারাম ইয়েচুরির অভিযোগ, দুর্নীতি সংক্রান্ত ফাইলগুলি খুঁজে পেতে কোনও উদ্যোগই নেয়নি কেন্দ্র।