লোকসভা ভোটের আগে বিহারে বড়সড় মাওবাদী নাশকতার ছক বানচাল করল সিআরপিএফ

লোকসভা ভোটের সময় মাওবাদীদের বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল সিআরপিএফ। বিহারের ঔরঙ্গাবাদের জঙ্গলমহলে অভিযান চালিয়ে প্রচুর বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। অভিযানে তিন শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে পুলিস।লোকসভা ভোটের সময় বড়সড় নাশকতার ছক কষছে মাওবাদীরা। গোয়েন্দাসূত্রে এই খবর পাওয়ার পরই বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় জোর তল্লাসি শুরু হয়। বিহারের ঔরঙ্গাবাদের সলাইয়া থানার জঙ্গল ঘেরা পাহাড়ে টানা তিনদিন অভিযান চালাচ্ছে সিআরপিএফ, কোবরা এবং জেলা পুলিস। তিন শীর্ষ মাওবাদী নেতা রাজেন্দ্র যাদব ওরফে ভোলা, জটু রবিদাস এবং বসন্ত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিস। জেরায় ধৃতেরা স্বীকার করেছে, লোকসভা ভোটের সময় তাঁদের বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল।

Updated By: Feb 25, 2014, 08:34 AM IST

লোকসভা ভোটের সময় মাওবাদীদের বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল সিআরপিএফ। বিহারের ঔরঙ্গাবাদের জঙ্গলমহলে অভিযান চালিয়ে প্রচুর বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। অভিযানে তিন শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে পুলিস।লোকসভা ভোটের সময় বড়সড় নাশকতার ছক কষছে মাওবাদীরা। গোয়েন্দাসূত্রে এই খবর পাওয়ার পরই বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় জোর তল্লাসি শুরু হয়। বিহারের ঔরঙ্গাবাদের সলাইয়া থানার জঙ্গল ঘেরা পাহাড়ে টানা তিনদিন অভিযান চালাচ্ছে সিআরপিএফ, কোবরা এবং জেলা পুলিস। তিন শীর্ষ মাওবাদী নেতা রাজেন্দ্র যাদব ওরফে ভোলা, জটু রবিদাস এবং বসন্ত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিস। জেরায় ধৃতেরা স্বীকার করেছে, লোকসভা ভোটের সময় তাঁদের বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল।

তিনদিনের অভিযানে চার বস্তা বিস্ফোরক, ২০০টি তাজা কার্তুজ, ক্যানবম্ব, গ্রেনেড, প্রেসার কুকার বম্ব, গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিস। উদ্ধার হয়েছে পোশাক এবং আইইডি তৈরির সরঞ্জাম। পুলিসের খোয়া যাওয়া একটি ইনসাস রাইফেলও উদ্ধার হয়েছে ওই অভিযান থেকে। ঔরঙ্গাবাদে যৌথ অভিযানের পাশাপাশি মুঙ্গেরে তিনটি মাওবাদী বাঙ্কার ধ্বংস করেছে পুলিস।

.