মেট্রোর ভাড়া বাড়ছে ৫০ টাকা!

শহরের লাইফলাইন মেট্রো। আর একলাফে সেই মেট্রোর ভাড়া বাড়ছে ৫০ টাকা। তবে কলকাতায় নয়। রাজধানী দিল্লিতে।

Updated By: May 10, 2017, 05:09 PM IST
মেট্রোর ভাড়া বাড়ছে ৫০ টাকা!

ওয়েব ডেস্ক : শহরের লাইফলাইন মেট্রো। আর একলাফে সেই মেট্রোর ভাড়া বাড়ছে ৫০ টাকা। তবে কলকাতায় নয়। রাজধানী দিল্লিতে।

ন্যূনতম ১০ টাকা থেকে এখন দিল্লি মেট্রোর সর্বোচ্চ ভাড়া হবে ৫০ টাকা। ৬টা স্ল্যাবে ভাঙা হয়েছে এই দূরত্ব ও ভাড়ার চার্টকে। ২ কিমি পর্যন্ত দূরত্ব যেতে ভাড়া ১০ টাকা। ২ কিমি থেকে ৫ কিমি পর্যন্ত মেট্রোর ভাড়া পড়বে ১৫ টাকা। ৫ কিমি থেকে ১২ কিমি পর্যন্ত ভাড়া হবে ২০ টাকা। এরপর ১২ কিমি থেকে ২১ কিমি পর্যন্ত ভাড়া দাঁড়াবে ৩০ টাকা। তারপর ২১ কিমি থেকে ৩২ কিমি পর্যন্ত ভাড়া ৪০ টাকা। ৩২ কিমির পর থেকে ভাড়া ৫০ টাকা।

সোম থেকে শনিবার পর্যন্ত এই তালিকা অনুযায়ীই যাত্রীভাড়া নেওয়া হবে। তবে রবি ও অন্যান্য জাতীয় ছুটির দিন থাকছে ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। একইসঙ্গে দিনের ব্যস্ত সময়ে (ভোর ৬টা থেকে সকাল ৮টা, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং রাত ৯টার পর) যাঁরা স্মার্টকার্ডে ভ্রমণ করবেন, তাঁদের জন্য ছাড় থাকছে ২০ শতাংশ। ১ অক্টোবর থেকে লাগু হবে নয়া এই যাত্রীভাড়া।

আরও পড়ুন, 'গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো, বিয়ারের বোতল'!

.