অটলজির জন্মদিবসে শ্রদ্ধা জানাতে বিশেষ ভিডিও শেয়ার করলেন মোদী

একই সঙ্গে ওই ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমাদের সকলের প্রিয়, প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটলবিহারী বাজপেয়ীর জন্মদিবসে তাঁকে শতকোটি প্রণাম। তাঁর দেখানো পথে ভারতকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।"

Updated By: Dec 25, 2018, 02:13 PM IST
অটলজির জন্মদিবসে শ্রদ্ধা জানাতে বিশেষ ভিডিও শেয়ার করলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: অটলবিহারী বাজপেয়ী। ভারতের দশম প্রধানমন্ত্রী। আজ, ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিবস। গত বছর পর্যন্ত এই দিনটিতে তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: বাজপেয়ীর জন্মদিবসে দেশের দীর্ঘতম বগিবিল সেতুর উদ্বোধনে মোদী

এবার আর সেই সুযোগ নেই। চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হয়েছেন বাজপেয়ী। তাই আজ নয়াদিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শ্রদ্ধা জানানোর পর একটি ভিডিও ট্যুইট করেন। ২.১১ মিনিটের ওই ভিডিও-র মাধ্যমে তিনি সম্পূর্ণ অন্যভাবে শ্রদ্ধা জানালেন নিজের রাজনৈতিক গুরুকে।

সোমবার অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত ১০০ টাকার কয়েন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই বাজপেয়ী সম্বন্ধে আবেগতাড়িত হয়ে বক্তৃতা করেন মোদী। সেই বক্তব্যের অংশ তুলে ধরেই ওই ভিডিওটি তৈরি করা হয়েছে। সেখানে মূলত অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বগুণকে সামনে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতার 'অক্সিজেন' ছাড়া অনেক নেতাই বাঁচতে পারেন না, বিরোধীদের তোপ মোদীর

একই সঙ্গে ওই ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমাদের সকলের প্রিয়, প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটলবিহারী বাজপেয়ীর জন্মদিবসে তাঁকে শতকোটি প্রণাম। তাঁর দেখানো পথে ভারতকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।"

দেখুন সেই ভিডিও

 

অটলবিহারী বাজপেয়ীর জন্ম ১৯২৪ সালের ২৫ ডিসেম্বরে। তিনি দীর্ঘদিন ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বেশিরভাগ সময়ই বিরোধী নেতা হিসেবেই সংসদে হাজির থাকতেন। তবুও সব রাজনৈতিক দলের মধ্যেই তাঁর জনপ্রিয়তা ছিল অটুট।

আরও পড়ুন: প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বাজপেয়ীকে স্মরণ মোদীর 

তাই আজ জন্মদিনে নয়াদিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে গিয়ে বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন শাসক-বিরোধী দলের অনেক নেতাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিং।

.