নরেন্দ্র দাভোলকর হত্যা: ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস

কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর হত্যার অপরাধে জড়িত সন্দেহে সোমবার ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস. পুনের অতিরিক্ত পুলিস কমিশনার এস সোলাঙ্কে জানান দাভোলকর হত্যার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে মনীশ নাগোরি ও বিকাশ খান্ডেলওয়াল নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস.

Updated By: Jan 21, 2014, 09:13 AM IST

কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর হত্যার অপরাধে জড়িত সন্দেহে সোমবার ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস. পুনের অতিরিক্ত পুলিস কমিশনার এস সোলাঙ্কে জানান দাভোলকর হত্যার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে মনীশ নাগোরি ও বিকাশ খান্ডেলওয়াল নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস.

এর আগেও অন্য একটি অপরাধে জড়িত থাকার থানে জেলে বন্দি ছিল দুই অভিযুক্ত. গ্রেফতার হওয়া দুই ব্যক্তি সম্পর্কে বেশি কিছু বলতে চায়নি পুলিস. কয়েক মাস আগে পুনে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় অস্ত্র জোগান দেওয়ার অভিযোগে মনীশ ও বিকাশকে আটক করেছিল পুলিস. গ্রেফতারির পর কুসংস্কার বিরোধী আন্দোলনের নেত্রী দাভোলকর কন্যা মুক্তার সঙ্গে পরবর্তী তদন্তের পরিকল্পনা করতে আলোচনায় বসেন পুনের পুলিস কমিশনার গুলাবরাও পল.

গত বছর অগাস্ট মাসে ওঙ্কারেশ্বর মন্দির ব্রিজে প্রাতভ্রমণের সময়ে বাইকরোহী কিছু আততায়ীর গুলিতে মারা যান দাভোলকর. মৃত্যু নিশ্চিত করতে পরপর চারটি গুলি চালায় আততায়ীরা.

.