বোমাতঙ্কে বিপর্যস্ত দিল্লি-উত্তরপ্রদেশ ট্রেন চলাচল
পাঠানকোটে জঙ্গি হামলার পরদিনই বোমাতঙ্কে বিপর্যস্ত দিল্লি-উত্তরপ্রদেশ ট্রেন চলাচল। মুম্বই এটিএস-এর তরফে রেল বোর্ডের কাছে ভোররাতে একটি চিঠি আসে। তাতে একটি হুমকি ই-মেলের প্রসঙ্গ টেনে রেলবোর্ডকে সতর্ক করা হয়। এর জেরে গোটা নয়াদিল্লি স্টেশনে ভোর থেকে দফায় দফায় শুরু হয় চিরুনী তল্লাসি।
ওয়েব ডেস্ক: পাঠানকোটে জঙ্গি হামলার পরদিনই বোমাতঙ্কে বিপর্যস্ত দিল্লি-উত্তরপ্রদেশ ট্রেন চলাচল। মুম্বই এটিএস-এর তরফে রেল বোর্ডের কাছে ভোররাতে একটি চিঠি আসে। তাতে একটি হুমকি ই-মেলের প্রসঙ্গ টেনে রেলবোর্ডকে সতর্ক করা হয়। এর জেরে গোটা নয়াদিল্লি স্টেশনে ভোর থেকে দফায় দফায় শুরু হয় চিরুনী তল্লাসি।
এরইমধ্যে নয়াদিল্লি স্টেশনে উড়ো ফোনে খবর আসে, দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে গাজিয়াবাদ স্টেশনে থামিয়ে দেওয়া হয় ট্রেন। খালি করা হয় ট্রেনের প্রতিটি কামরা। প্রায় দেড় ঘণ্টা তল্লাসির পর শতাব্দী এক্সপ্রেসকে গাজিয়াবাদ ছাড়ার অনুমতি দেওয়া হয়।