পরের দফায় আরও কড়া ভূমিকায় কমিশন

আরও কড়া কমিশন। জারি নয়া ফরমান। তবে কেন এত কড়া দাওয়াই প্রেসক্রাইব করল কমিশন? ঠিক কী ঘটেছিল প্রথম দফার ভোটে?  ক্যামেরায় ধরা পড়েছে কমিশনের নিয়মকে বুড়ো আঙুলের একাধিক ছবি। বেআব্রু কেন্দ্রীয় বাহিনীর ঢিলেঢালা নিরাপত্তা। ভোটের পারদ যত তেতেছে, তখন গাছের ছায়ায় জিরিয়ে নিতে দেখা গেছে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে। পুরুলিয়া, বাঁকুড়ায় দেখা গেছে বুথের ভিতরে পুলিস, বাইরে বাহিনীকে।

Updated By: Apr 6, 2016, 08:37 AM IST
পরের দফায় আরও কড়া ভূমিকায় কমিশন

ওয়েব ডেস্ক: আরও কড়া কমিশন। জারি নয়া ফরমান। তবে কেন এত কড়া দাওয়াই প্রেসক্রাইব করল কমিশন? ঠিক কী ঘটেছিল প্রথম দফার ভোটে?  ক্যামেরায় ধরা পড়েছে কমিশনের নিয়মকে বুড়ো আঙুলের একাধিক ছবি। বেআব্রু কেন্দ্রীয় বাহিনীর ঢিলেঢালা নিরাপত্তা। ভোটের পারদ যত তেতেছে, তখন গাছের ছায়ায় জিরিয়ে নিতে দেখা গেছে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে। পুরুলিয়া, বাঁকুড়ায় দেখা গেছে বুথের ভিতরে পুলিস, বাইরে বাহিনীকে।

বুথের ভেতরেই ভোট তদারকিকে ঢুকে পড়েছে রাজ্য পুলিস। বাইরে দাঁড়িয়ে ইনশাস হাতে আধা সামরিক বাহিনী। কোথাও কোথাও ভোটারদের সাহায্যে বুথের ভিতরে অবাধে ঘুরছেন শাসকদলের এজেন্টারও। কখনও আবার কেনাকাটায় ব্যস্ত বাহিনীর দেখা মিলেছে বাজারে। অনেক গ্রামে চোখেই পড়েনি কেন্দ্রীয় বাহিনীর টহল।

ভোটের দিনই কমিশনের কাছে জমা পড়েছে এরকমই একগুচ্ছ অভিযোগ। পরের দফায় তাই আরও কড়া ভূমিকায় কমিশন।

.