ব্যাঙ্কের আয় কমার ধাক্কা, সেনসেক্স-নিফটির পতন অব্যাহত

Updated By: Aug 11, 2017, 05:03 PM IST
ব্যাঙ্কের আয় কমার ধাক্কা, সেনসেক্স-নিফটির পতন অব্যাহত

ওয়েব ডেস্ক: শুক্রবারও উপরে উঠতে পারল না শেয়ার বাজার। চলতি সপ্তাহের পাঁচদিনই নীচে নামল সেনসেক্স ও নিফটি। পাঁচ সপ্তাহ পর এতটা তলানিতে ঠেকল বাজার।

এদিন বাজার খোলার পরই পড়ে ‌যায় সেনসেক্স ও নিফটি। দিনের শেষে ৩১৭.৭৪ অঙ্ক পড়ে বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স থিতু হয় ৩১,২১৩.৫৯ পয়েন্টে। অন্যদিকে নিফটি পড়েছে ১০৯.৪৫ অঙ্ক। ৯৭১০ পয়েন্টে নিফটির সূচক।সোমবার ‌যদি নিফটি ৯,৭১০ অঙ্কের মনস্তাত্ত্বিক ঘরের নীচে নামে, সেক্ষেত্রে আরও পতন অপেক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী একমাস বাজারে অস্থিরতা চলবে।

আরও পড়ুন- আর্থিক বৃদ্ধি ৭.৫ শতাংশ পৌঁছনো কঠিন, আশঙ্কা আর্থিক সমীক্ষায়    

ব্যাঙ্ক ও মেটাল স্টকই এদিন বাজারকে টেনে নামিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ত্রৈমাসিক আয় ভাল হয়নি। সোমবার নথিভূক্ত ‘ভুয়ো’ সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিল সেবি। এর সঙ্গে ‌যোগ হয়েছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‌যুদ্ধের হুঙ্কার। সেজন্য আন্তর্জাতির বাজারও লালের ঘরে। বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। তাই শেয়ার বেচার হিড়িক পড়ে গিয়েছে।

.