চার মাস চুপ থাকার পর স্বাধীনতা দিবসের সময় ফের বেপরোয়া পাকিস্তান

চার মাস চুপ থাকার পর স্বাধীনতা দিবসের সময় ফের বেপরোয়া পাকিস্তান। রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের দুটি জায়গায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালায় পাক সেনা। গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি-দোকান। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও।  শনিবার রাতে পুঞ্চের বাজার এলাকায় গ্রেনেড ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা। আহত হন একাধিক ব্যক্তি। হাসপাতালে তাঁদের চিকিত্‍সা চলছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাসি।

Updated By: Aug 14, 2016, 09:23 PM IST
চার মাস চুপ থাকার পর স্বাধীনতা দিবসের সময় ফের বেপরোয়া পাকিস্তান

ওয়েব ডেস্ক: চার মাস চুপ থাকার পর স্বাধীনতা দিবসের সময় ফের বেপরোয়া পাকিস্তান। রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের দুটি জায়গায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালায় পাক সেনা। গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি-দোকান। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও।  শনিবার রাতে পুঞ্চের বাজার এলাকায় গ্রেনেড ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা। আহত হন একাধিক ব্যক্তি। হাসপাতালে তাঁদের চিকিত্‍সা চলছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাসি।

আরও পড়ুন পদক জেতার জন্য ১৪ আগস্ট দিনটাই দীপার জন্য সেরা পটভূমি

শুক্রবার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য সাহায্য পাঠাতে চেয়ে সাউথ ব্লকে প্রস্তাব পাঠায় পাকিস্তান। এদিন, সেই প্রস্তাব সরাসরি খারিজ করেছে বিদেশমন্ত্রক। পাক মদতে কাশ্মীরে অশান্তির জেরে দু-দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও রবিবার ওয়াঘায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ দিন সীমান্তে মিষ্টি বিনিময় করেন পাক রেঞ্জার্স এবং BSF জওয়ানরা।

আরও পড়ুন  জীবনসঙ্গী বাঁছতে আপনার প্রেমিকা বা প্রেমিকার মধ্যে এই দুটো জিনিস আছে কিনা দেখে নিন

.