কমছে পেট্রোলের দাম

ভ্যাট বাদে লিটার প্রতি ৮৫ পয়সা করে কমছে পেট্রোলের দাম। সোমবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকরী হবে। এ নিয়ে গত দু`সপ্তাহে দ্বিতীয়বার কমল পেট্রোলের দাম। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমার প্রভাবেই এই দফায় দাম কমল পেট্রোলের।

Updated By: Apr 1, 2013, 07:27 PM IST

ভ্যাট বাদে লিটার প্রতি ৮৫ পয়সা করে কমছে পেট্রোলের দাম। সোমবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকরী হবে। এ নিয়ে গত দু`সপ্তাহে দ্বিতীয়বার কমল পেট্রোলের দাম। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমার প্রভাবেই এই দফায় দাম কমল পেট্রোলের।
মার্চের ১৬-তেই এক ধাক্কায় লিটার প্রতি ২ টাকা দাম কমে পেট্রোলের। কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম ৭৮ টাকা ৩৪ পয়সা।
সোমবার দাম কমার কথা ঘোষণা করে তৈল বিপণনকারী সংস্থা আইওসিএল জানিয়েছে শেষ দাম কমার পর আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ব্যারেল প্রতি ১২২.৭৪ মার্কিন ডলার থেকে কমে ১১৯.২৩ মার্কিন ডলার হয়েছে। একই সঙ্গে ডলার পিছি ভারতীয় মুদ্রার দাম ৫৪ টাকা ৪০ পয়সা থেকে কমে ৫৪ টাকা ২৮ পয়সা হয়েছে।
এরই ফলস্বরূপ এই ধাক্কায় লিটার প্রতি ৮৫ পয়সা করে কমল পেট্রোলের দাম।

.