অল্পের জন্য দিল্লি বিমানবন্দরে দুটি প্লেনের মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা

বরাতজোরে রক্ষা! অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো ও স্পাইসজেটের দুটি বিমান। ঘটনাস্থল দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

Updated By: Dec 27, 2016, 12:54 PM IST
অল্পের জন্য দিল্লি বিমানবন্দরে দুটি প্লেনের মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা

ওয়েব ডেস্ক : বরাতজোরে রক্ষা! অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো ও স্পাইসজেটের দুটি বিমান। ঘটনাস্থল দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

বিমানবন্দর সূত্রে খবর, রানওয়ের উপর ইন্ডিগো ও স্পাইসজেটের বিমানদুটি মুখোমুখি চলে আসে। ইন্ডিগোর চালক উল্টোদিক থেকে স্পাইসজেটের বিমানটিকে আসতে দেখেই ব্রেক কষেন। চালকের তত্পরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সক্ষম হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তথ্য আদানপ্রদানে সামান্য ভুলচুক হওয়াতেই এই বিপত্তি ঘটতে চলেছিল বলে প্রাথমিক সূত্রে খবর।

লখনউ থেকে আসা ইন্ডিগো বিমানটিতে ছিলেন ১৬০ জন যাত্রী। অন্যদিকে হায়দরবাদ উদ্দেশে রওনা দেওয়া স্পাইসজেটের বিমানটিতে ছিল ১৮৭ জন যাত্রী। এদিকে আজই গোয়া বিমানবন্দরে রানওয়ের উপর পিছলে যায় জেট এয়ারওয়েজের একটি বিমানের চাকা। দুটি ঘটনাতেই শুরু হয়েছে তদন্ত।

.