শ্রদ্ধার দুই দৃশ্য! মহাসমারোহে পালিত হচ্ছে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, অন্যদিকে ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী বড়ই ফ্যাকাশে

শ্রদ্ধার দুই ছবি। একদিকে মহাসমারোহ, ধুমধাম, নেতা, কর্মীদের ভিড়। অন্যছবি বড়ই ফ্যাকাশে।

Updated By: Oct 31, 2015, 12:16 PM IST
শ্রদ্ধার দুই দৃশ্য! মহাসমারোহে পালিত হচ্ছে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, অন্যদিকে ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী বড়ই ফ্যাকাশে

ওয়েব ডেস্ক: শ্রদ্ধার দুই ছবি। একদিকে মহাসমারোহ, ধুমধাম, নেতা, কর্মীদের ভিড়। অন্যছবি বড়ই ফ্যাকাশে।

রাজধানীর বুকে বল্লভভাই প্যাটেলের ১৪০ তম জন্মবার্ষিকী যখন পালিত হচ্ছে বিজেপি নেতা, কর্মী, সমর্থকদের প্রবল উচ্ছাস উন্মাদনায়। গান্ধীনগরে উন্মোচিত হল লৌহপুরুষের মূর্তি। শনিবার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী অনুষ্ঠানে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' উক্তিটি করে নিজের বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, "ঐক্য, শান্তি এবং সম্প্রীতি থাকলে তবে উন্নয়নের শীর্ষে পৌঁছানো সম্ভব।" এছাড়াও 'রান ফর ইউনিটি' নামে একটি ফ্ল্যাগ উড়িয়ে একে ওপরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ইঙ্গিত দেন তিনি।    

তার ঠিক উল্টো ছবি ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী উদযাপনে। দিল্লির শক্তিস্থলে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে দেখা গেল হাতে গোনা কিছু নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিতি। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

.