Kejri Mamata Meet: মমতার সঙ্গে বৈঠকের পরই আপ নেতাদের দুয়ারে ইডি, মাটি পাচ্ছে প্রতিহিংসার তত্ত্ব

Kejri Mamata Meet: আবগারি দুর্নীতিতে জড়িয়ে দিল্লির উপ মুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। যেভাবে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে তা কি একজন জন প্রতিনিধির প্রাপ্য? সিবিআইয়ের পাশাপাশি ইডিও তাদেক জেরা করেছে। উ

Updated By: May 24, 2023, 10:49 AM IST
Kejri Mamata Meet: মমতার সঙ্গে বৈঠকের পরই আপ নেতাদের দুয়ারে ইডি, মাটি পাচ্ছে প্রতিহিংসার তত্ত্ব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছিলেন দলের নেতা সঞ্জয় সিং, আতিসি মার্লেন ও রাঘব চাড্ডাও।  লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছে বিরোধীরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে মমতা-কেজরি বৈঠকের পর ফের সক্রিয় ইডি। এমনটাই দাবি আপ সাংসদ সঞ্জয় সিংয়ের। ফলে বিরোধীরা যে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার কথা বলে থাকে তাতেই একপ্রকার সিলমোহর পড়ে গেল বলে মনে করছে আপ।

আরও পড়ুন-কেজরির সঙ্গে বৈঠক কি বিরোধী ঐক্যে শান! নিজের পার্টির খোঁজ নিন মমতা, কটাক্ষ দিলীপের

গতকালই মমতার সুরে সুর মিলিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ক্ষমতায় আসতে না পারলে বিজেপি তিনটে অস্ত্র ব্যবহার করে। সেগুলি হল বিধায়ক কিনে সরকার ফেলে দেওয়া, রাজ্যপালকে দিয়ে রাজ্য সরকারকে হেনস্থা করা এবং তৃতীয়ত কেনেদ্রীয় তদন্ত সংস্থাগুলিকে কাজে লাগিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা। কেজরির মন্তব্যের ২৪ ঘণ্টা পার না হতেই আপ সাংসদ সঞ্জয় সিং ঘনিষ্ঠ ২ জনের বাড়িতে হানা দিল ইডি। সঞ্জয় সিংয়ের দাবি, তাঁর সহযোগী অজিত ত্য়াগী ও সরবেস মিশ্র বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। দিল্লির শুল্ক আইনে তাদের বাড়িতে হানা দিয়েছে ইডি। পরে দেখা যাবে তারা নির্দোষ। একটা প্রতিহিংসার প্রতিফল দেখা যাচ্ছে কেন্দ্রের আচরণে।

আপ সাংসদ একটি ট্যুইটে লিখেছেন, মোদী সরকারের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মোদীর একনায়কতন্ত্রের বিরুদ্ধেই আমাদের লড়াই। ইডির ভুয়ো তদন্তে গোটা দেশের কাছেই এখন স্পষ্ট। যত অত্যাচারই করো না কেন আমাদের লড়াই চলবে।

গতকাল আপ নেতাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।  সংবাদমাধ্যমের সামনে অভিষেককে সিবিআইয়ের হুমকি দেওয়ার কথা বলে। পাশাপাশি তিনি আপও বলেন, বিজেপি কি আমাদের চাকরবাকর ভাবে? আসলে দিল্লির সরকার হল বুলডোজারের সরকার। 

উল্লেখ্য, আবগারি দুর্নীতিতে জড়িয়ে দিল্লির উপ মুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। যেভাবে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে তা কি একজন জন প্রতিনিধির প্রাপ্য? সিবিআইয়ের পাশাপাশি ইডিও তাদেক জেরা করেছে। উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সিসোদিয়া। পাশাপাশি তিনি জামিনের আবেদনও করেন। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ খাস আদালত। দিল্লির মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন যদি তাঁরা বিজেপিতে যোগ দেন তাহলে সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেবে সিবিআই-ইডি। 

প্রসঙ্গত,হাওয়ালা মামলায় দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি। কলকাতার একটি সংস্থার সঙ্গে ৪ কোটি ৮১ লাখ টাকা লেনদেনের অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। দাবি করা হচ্ছে দিল্লির কাছাকাছি একটি জমি কেনার জন্য ওই টাকা খরচ করা হয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.