তথ্য-আইন পুনর্মূল্যায়নে জোর প্রধানমন্ত্রীর

তথ্যের অধিকার আইনের নতুন করে মূল্যায়ন  জরুরি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর বক্তব্য, এই আইন  নাগরিকদের কাছে শক্তিশালী হাতিয়ার হলেও তা যেন সরকার পরিচালনার পথে বাধা হয়ে না দাঁড়ায়।

Updated By: Oct 14, 2011, 12:09 PM IST

তথ্যের অধিকার আইনের নতুন করে মূল্যায়ন  জরুরি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী
মনমোহন সিং। তাঁর বক্তব্য, এই আইন  নাগরিকদের কাছে শক্তিশালী হাতিয়ার হলেও
তা যেন সরকার পরিচালনার পথে বাধা হয়ে না দাঁড়ায়। তথ্যের অধিকার আইনকে হাতিয়ার
করেই গত কয়েক মাসে একের পর এক দুর্নীতি ফাঁস হয়েছে। তার জেরে প্রবল অস্বস্তিতে
কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই
মনে করছে রাজনৈতিক মহল।
  
তথ্যর অধিকার আইনকে হাতিয়ার করেই টু জি কাণ্ডে অর্থমন্ত্রকের নোট ফাঁস হয়েছিল।
যার জেরে সরকারের শীর্ষস্তরেই দুই মন্ত্রীর মধ্যে বিরোধ দানা বেঁধেছিল। কোনওরকমে
সে যাত্রায় বিতর্ক ধামাচাপা দেয় সরকার। এবার সেই তথ্যের অধিকার আইনেরই নতুন করে
মূল্যয়ন জরুরি বলে সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।  
প্রধানমন্ত্রীর বক্তব্য, তথ্যের অধিকার আইন নাগরিকদের কাছে শক্তিশালী হাতিয়ার হলেও
তা যেন সরকার পরিচালনার কাজে বাধা হয়ে না দাঁড়ায়।
তথ্যের অধিকার আইনের মাধ্যমে একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসায় 
রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। ঠিক সেই সময় তথ্যের অধিকার আইন  নিয়ে প্রধানমন্ত্রীর এই
মন্তব্য রাজনৈতিক মহলের মতে যথেষ্টই তাত্‍পর্যপূর্ণ।

.