লোকসভা নির্বাচন অর্থনৈতিক অনিশ্চিয়তার সম্ভাব্য উৎস, জানাল আরবিআই

নতুন বছর শুরু হতে আর মাত্র দু`দিন বাকী। নতুন বছর মানেই আসন্ন লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। তার আগেই অশনিসংকেত দিয়ে রাখলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন। জানালেন লোকসভা নির্বাচন দেশের অর্থনৈতিক অনিশ্চয়তার সম্ভাব্য উৎস। স্থায়ী সরকারের আগমন একদিকে যেমন দেশের সামগ্রিক অর্থনীতির পক্ষে সুখবর বয়ে আনতে পারে, তেমনই নতুন সরকার গঠনে কোনওরকম অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় ভাঙন ধরাতে পারে। ফলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসতে পারে যখন তখন।

Updated By: Dec 30, 2013, 04:18 PM IST

নতুন বছর শুরু হতে আর মাত্র দু`দিন বাকী। নতুন বছর মানেই আসন্ন লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। তার আগেই অশনিসংকেত দিয়ে রাখলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন। জানালেন লোকসভা নির্বাচন দেশের অর্থনৈতিক অনিশ্চয়তার সম্ভাব্য উৎস। স্থায়ী সরকারের আগমন একদিকে যেমন দেশের সামগ্রিক অর্থনীতির পক্ষে সুখবর বয়ে আনতে পারে, তেমনই নতুন সরকার গঠনে কোনওরকম অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় ভাঙন ধরাতে পারে। ফলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসতে পারে যখন তখন।

রাজন জানিয়েছেন `` গত ছ`বছর সংকটের মধ্যে দিয়ে গেছে দেশের অর্থনৈতিক অবস্থা। এখনও এর অবস্থা যথেষ্ট নড়বড়ে। বিনিয়োগকারীরা বিভিন্ন নীতির ক্ষেত্রে স্থায়িত্ব প্রার্থনা করেন।``

যদিও সরকার দাবি করছে এই অর্থনৈতিক বছরে জিডিপি ৫% বৃদ্ধি হয়েছে, বহু বিশেষজ্ঞ অর্থনীতিবিদের মতে এই বৃদ্ধি ৪%-এর সামান্য বেশী।

কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ লোকসভা নির্বাচনের পর সংসদে অনিশ্চিয়তার সম্ভাবনার ভবিষ্যৎবাণী করেছেন। কিছু সমীক্ষাতেও অনুরূপ ফলাফলের সম্ভাবনা উঠে এসেছে। এই সব ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করেই আজ আরবিআই আগাম সতর্কবার্তা দিয়ে রাখল।

.