নয়া গভর্নর নিয়োগ ‘শক্তিশেলের’ কাজ করল শেয়ার বাজারে, উর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি

এ দিন শেয়ার বাজারে সবুজ ঝড় ওঠার পিছনে বেশ কয়েকটি কারণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথম, পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি – কংগ্রেসর হাড্ডাহাড্ডি লড়াই।

Updated By: Dec 12, 2018, 06:30 PM IST
নয়া গভর্নর নিয়োগ ‘শক্তিশেলের’ কাজ করল শেয়ার বাজারে, উর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: খুশির মেজাজ দালাল স্ট্রিটে। গতকাল কোমা থেকে হঠাত্ জেগে একেবারে জেনারেল বেডে চলে আসে শেয়ার বাজার। আজ তো দৌড়াতে দেখা গেল! দিনের শেষে ৬২৯ পয়েন্ট বেড়ে বন্ধ হল সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ-ও ১৮৮ পয়েন্ট বাড়ল।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমলনাথ

এ দিন শেয়ার বাজারে সবুজ ঝড় ওঠার পিছনে বেশ কয়েকটি কারণ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথম, পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি – কংগ্রেসর হাড্ডাহাড্ডি লড়াই। দিনের শেষে কংগ্রেস ভাল ফল করলেও, বিজেপি যেভাবে লড়াই দিয়ে এগিয়ে আসে, শেয়ার বাজারেও তার প্রভাব পড়ে। গতকাল দেখা যায় সকালে সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি পড়ে যায়। এরপর বিজেপি ভাল ফল করতেই দিনের শেষে ১৫০ বেশি পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থায়ী সরকার পেতে বিজেপির উপর আস্থা রাখছে দেশীয় বিনিয়োগকারীরা।

আরও পড়ুন- হাইকমান্ড চাইলে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

দ্বিতীয়, উর্জিত প্যাটেলের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের নয়া গভর্নর নিযুক্ত করার সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার মার্কেটে। বুধবার গভর্নর শক্তিকান্ত দাস আশ্বস্ত করেন, উদ্ভূত সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে বলে প্রতিশ্রুতিও দেন। অর্থনৈতিক সঙ্কটের মাঝে গভর্নরের মন্তব্য বিদেশি এবং দেশীয় লগ্নিকারীদের অনেকখানি আস্থা জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন ব্যাঙ্ক (১.৭২ শতাংশ), প্রযুক্তি (০.৮৪ শতাংশ), তেল (১.৫২ শতাংশ), ওষুধ (২.২৫ শতাংশ) সেক্টের শেয়ারে উল্লেখযোগ্যভাবে বাড়ে। তবে, ডলার নিরিখে টাকার দরের পতন অব্যাহত ছিল। এদিন ডলারে দাম .২২ শতাংশ বেড়ে হয় ৭২.০১ টাকা।

.