এশিয়ার শেয়ার বাজারের মন্দার প্রভাব ভারতেও, বাজার খুলতেই ৭৪ পয়েন্ট পড়ল সেনসেক্স

বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জ। এশিয়ার শেয়ার বাজারে মন্দার প্রভাব এবং বিদেশি ফান্ড ও খুচরো বিক্রিতে অত্যাধিক শেয়ার বিক্রি করায় সেনস হারাল সেনসেক্স ও নিফটি। সূত্রে খবর গত শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬৫৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। তাই বাজার খুলতেই ৭৪ পয়েন্ট নিচে সেনসেক্সের ট্রেডিং শুরু হয়। মুখ্য শেয়ারগুলি আইটি, রিয়েলটি, মোটর, গ্যাস এমনকি ব্যাঙ্কও মোট ৪৭ হাজার ৫০ কোটি টাকার মার্কেট ভ্যালু কমে যায়।

Updated By: Feb 3, 2014, 11:46 AM IST

বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জ। এশিয়ার শেয়ার বাজারে মন্দার প্রভাব এবং বিদেশি ফান্ড ও খুচরো বিক্রিতে অত্যাধিক শেয়ার বিক্রি করায় সেনস হারাল সেনসেক্স ও নিফটি। সূত্রে খবর গত শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬৫৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। তাই বাজার খুলতেই ৭৪ পয়েন্ট নিচে সেনসেক্সের ট্রেডিং শুরু হয়। মুখ্য শেয়ারগুলি আইটি, রিয়েলটি, মোটর, গ্যাস এমনকি ব্যাঙ্কও মোট ৪৭ হাজার ৫০ কোটি টাকার মার্কেট ভ্যালু কমে যায়।

শেয়ার বিনিয়োগকারীরা মনে করছেন নিকি, হ্যাংসাং মতো এশিয়ান স্টক এক্সচেঞ্জগুলির মন্দা বাজারের প্রভাব রয়েছে। এছাড়াও চিনের শিল্প উত্পাদন ক্ষমতা হতাশাজনক হওয়ায় ভারতীয় বাজারে পরোক্ষ প্রভাব পড়েছে।

.