বিরোধী আসনেই বসবে শিবসেনা; যোগ দেবে না এনডিএর বৈঠকে, জানিয়ে দিলেন সঞ্জয় রাউত

এবার সংসদের শীত অধিবেশন শুরু হচ্ছে সোমবার। সেই অধিবেশনে উঠতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল

Updated By: Nov 17, 2019, 01:23 PM IST
বিরোধী আসনেই বসবে শিবসেনা; যোগ দেবে না এনডিএর বৈঠকে, জানিয়ে দিলেন সঞ্জয় রাউত

নিজস্ব প্রতিবেদন: মোদী মন্ত্রিসভা থেকে দলের সাংসদকে সরিয়ে নিতেই পাল্টা ব্যবস্থা নিল সরকার। রাজ্যসভায় বসার জায়গা আলাদা করে দেওয়া হল শিবসেনা সাংসদদের। জায়গা দেওয়া হল বিরোধী আসনে। ফলে রাজ্যসভায় সরকারকে চাপে রাখার প্রশ্নে এখন বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে শিবসেনা।

আরও পড়ুন-জঞ্জালমুক্ত কলকাতার বার্তা দিতে সাফাই অভিযানে খোদ মেয়র ফিরহাদ হাকিম

সংসদের উচ্চকক্ষে মোট ২ জন সাংসদ রয়েছে শিবসেনার। এরা হলেন খোদ সঞ্জয় রাউত এবং অন্যজন হলেন অনিল দেশাই। এখন সরকার বিরোধিতার ভার এবার এদের ওপরেই। সংবাদমাধ্যমে সঞ্জয় রাউত বলেন, জানতে পারছি  রাজ্যসভায় ২ শিবসেনা সাংসদের বসার জায়গা আলাদা করা হয়েছে। তাহলে রাজ্যসভায় বিরোধী আসনেই বসবে শিবসেনা।

আরও পড়ুন-পরকীয়ার প্রতিবাদ করে পুতুল! অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী জীবনের

উল্লেখ্য, এবার সংসদের শীত অধিবেশন শুরু হচ্ছে সোমবার। সেই অধিবেশনে উঠতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল ও আন অথরাইজড কলোনি বিল। নাগরিকত্ব সংশোধনী বিল না পাস করলে অসমে বাদ পড়া হিন্দুদের নাগরিক হিসেবে মর্যাদা দিতে পারবে না সরকার। সেক্ষেত্রে এনিয়ে খানিকটা চাপেই রয়েছেন অমিত শাহ। সেক্ষেত্রে রাজ্যসভায় ভোটাভুটি হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে শিবসেনা।

.