Electrocution: ঘাতক সেই মোবাইল-ই! বগলে ইমারসন রড, সুইচ অন করতেই সব শেষ...

জানা গিয়েছে, মৃতের নাম দোনেপুদি মহেশ বাবু। বয়স ৪০। খাম্মাম শহরের হনুমান মন্দিরের কাছেই থাকতেন তিনি। রবিবার পোষা কুকুরকে স্নান করানোর জন্য় জল গরম করতে যান মহেশ। কিন্তু যখন ইলেকট্রিক হিটারটি বের করেন, ঠিক তখনই একটি ফোন আসে। আর তাতেই ঘটে বিপত্তি।  

Updated By: Aug 12, 2024, 07:46 PM IST
Electrocution: ঘাতক সেই মোবাইল-ই!  বগলে ইমারসন রড, সুইচ অন করতেই সব শেষ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাণ কাড়ল সেই মোবাইল-ই! জল গরম করার রডটি তখন বগলে। অসাবধানতায় সুইচ অন করে ফেললেন এক ব্যক্তি। আর বাঁচানো গেল না! বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর।

আরও পড়ুন:  Peacock Curry: 'পিকক কারি'? ভ্লগ আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে...

জানা গিয়েছে, মৃতের নাম দোনেপুদি মহেশ বাবু। বয়স ৪০। খাম্মাম শহরের হনুমান মন্দিরের কাছেই থাকতেন তিনি। রবিবার পোষা কুকুরকে স্নান করানোর জন্য় জল গরম করতে যান মহেশ। কিন্তু যখন ইলেকট্রিক হিটারটি বের করেন, ঠিক তখনই একটি ফোন আসে। আর তাতেই ঘটে বিপত্তি।

জলে নয়, অসাবধানতাবশত ইলেকট্রিক হিটার বগলে রেখে সুইড অন করে দেন মহেশ। সঙ্গে সঙ্গে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন তিনি। বিপদ বুঝে দ্রুত স্বামীকে হাসপাতালে নিয়ে যান মহেশের স্ত্রী দুর্গাদেবী। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

এর আগে, বিহারে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ৯ জন। নিহতের সকলেই ছিলেন কাঁওয়ারযাত্রী। সুলতানপুর গ্রাম থেকে পুজোর দেওয়ার জন্য সরনের পহেলাজা ঘাটে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু গাড়ির উচ্চতা অনেকটা বেশি ছিল।  বিহারের হাজিপুরে রাস্তার উপরে হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে  কাঁওয়ারযাত্রীদের গাড়িটি। বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনে। পরে হাসপাতালে মারা যান আরও একজন।  

আরও পড়ুন:  Shrabani Mela: শিবের মাথায় জল ঢালতে এসে মন্দিরে পদপিষ্ট ৭, বাংলাতেও ভয়াবহ মৃত্যু ৬ পুণ্যার্থীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.