আপ এফেক্ট: এই অধিবেশনেই লোকপাল পাশ করাতে চায় কেন্দ্র

Activist Anna Hazare began an indefinite fast today in his village in Maharashtra, demanding the urgent introduction of a new anti-corruption law. In Delhi, the government said that it is committed to pushing through the legislation - the Lokpall Bill - in this session of Parliament which ends on December 20.

Updated By: Dec 10, 2013, 09:34 PM IST

শক্তিশালী জন লোকপাল বিলের দাবিতে আজ থেকে ফের অনশনে বসলেন আন্না হাজারে। মহারাষ্ট্রের রালেগাঁ সিদ্ধিতে নিজের গ্রামেই অনশনে বসলেন আন্না। অনশন মঞ্চ হিসেবে এবার তিনি বেছে নিয়েছেন গ্রামের যাদব বাবা মন্দিরকে। আন্নার অভিযোগ, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েও জন লোকপাল বিল না এনে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে।

চলতি অধিবেশনেই লোকপাল বিল পাশ করানোর তাগিদ দেখছে কেন্দ্র। ২০ তারিখ শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিপুল ভোট প্রাপ্তির পর বিল পাশ করানোর ওপর জোর দিচ্ছে ইউপিএ টু সরকার।

লোকপাল বিল পাশ করানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি নারায়ণস্বামী। ২০১১ সালে দেশ জুড়ে লোকপাল বিলে দাবি ওঠার সময় আন্না হাজারের পাশে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা ভোটে আম আদমিকে মানুষের বিপুল সমর্থনের নিরিখে দিল্লি সরকার নড়ে চড়ে বসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

.