অনন্তনাগে রাতভর অভিযান, গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি
নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। অভিযান চালাতে গিয়ে কোনও ক্ষয়ক্ষতিরও খবর নেই
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। নিহত ৩ জঙ্গি। এবার অনন্তনাগে।
অনন্তনাগের হাকুরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে রবিবার রাতেই অভিযান শুরু করে সেনা। রাতভর তল্লাশির পর সোমবার ভোরে জঙ্গিদের নাগাল পেয়ে যান জওয়ানরা। আর তখনই শুরু হয়ে যায় গুলির লড়াই। খতম হয় ৩ জঙ্গি।
নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। অভিযান চালাতে গিয়ে কোনও ক্ষয়ক্ষতিরও খবর নেই।
আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে মেয়র শোভনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা
অন্যদিকে, কুলগামে জঙ্গিরা সিআরপিএফের একটি পোস্টকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। জম্মু ও কাশ্মীরের কাশ্মীর জোনের পুলিসের পক্ষ থেকে টুইটারে জাননো হয়েছে, কুলগামের দামহাল হানজিপোরায় সিআরপিএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের উপরে ওই হামলা করা হয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।