কংগ্রেসের কৃপায় ত্রিপুরায় রাজত্ব চালাচ্ছে বামেরা, খোঁচা মোদীর
ত্রিপুরায় বাম-কংগ্রেসকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় প্রচারে গিয়ে একসঙ্গে বাম-কংগ্রেসকে তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন,''দিল্লির কংগ্রেস সরকারের কৃপায় ত্রিপুরায় ২৫ বছর ধরে সরকার চালাচ্ছে বামেরা।এখানে লড়াই করার নাটক করত কংগ্রেস। দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি।''
আগরতলার শান্তিবাজারের সভায় মোদী আরও বলেন,''গণতন্ত্রে বিশ্বাস করে না বামেরা।তারা হিংসায় বিশ্বাসী। বন্দুকতন্ত্রে ভরসা করে বামেরা।'' প্রধানমন্ত্রীর কথায়, ''এসব সহ্য করবেন না ত্রিপুরাবাসী। তোলাবাজি ও অত্যাচার থেকে মুক্তি চাইছেন তাঁরা।''
Now the people of Tripura will not stand the Communist party's govt, bid them such a farewell that they cannot return aur ye vasuli tantra aur atyachaar ak karobar na chalayen: PM Modi in Agartala's Shanti bazar #Tripura pic.twitter.com/hiVWHgidLr
— ANI (@ANI) February 15, 2018
Communist Party does not believe in 'gantantra' they believe in violence & 'gun-tantra': PM Modi in Agartala's Shanti bazar #Tripura pic.twitter.com/VKNY5DoADm
— ANI (@ANI) February 15, 2018
আরও পড়ুন- কংগ্রেসের সঙ্গে জোট প্রশ্নে সীতারামের পাশে শরিক সিপিআই
ত্রিপুরার সভায় এদিন প্রধানমন্ত্রীর সভা ঘিরে উত্সাহ ছিল চোখে পড়ার মতো। ভিড়ও চোখ টেনেছে।