সীতাকে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি বলায় ইউপির উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

সংবাদিকতা আজকের জিনিস নয়। মহাভারতের আমলে তা শুরু হয়। মন্তব্য করেছিলেন দীনেশ শর্মা

Updated By: Jun 3, 2018, 12:47 PM IST
সীতাকে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি বলায় ইউপির উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদন: সীতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় মামলা হল উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বিহারের সীতামারিতে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন চন্দন কুমার সিং নামে এক আইনজীবী।
আরও পড়ুন-আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি ভেঙে গুলি চালাল পাক, শহিদ ২ বিএসএফ আধিকারিক
কী বলেছিলেন দীনেশ শর্মা? মথুরায় এক সরকারি অনুষ্ঠানে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘সীতা ভারতের প্রথম টেস্টটিউব বেবি। তাঁকে মাটির হাঁড়িতে পাওয়া যায়। নিশ্চয় সেসময় টেস্টটিউব বেবি নিয়ে কোনও গবেষণা চলছিল। কৃষকরা জমিতে লাঙ্গল দেওয়ার সময় তাঁকে খুঁজে পান।’
এখানেই শেষ নয়। দীনেশ শর্মার আরও কীর্তি রয়েছে। সম্প্রতি হিন্দি সাংবাদিকতা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাংবাদিকতা আজকের জিনিস নয়। মহাভারতের সময়ে তা চালু হয়। এখন লাইভ টেলিকাস্ট বলে একটা জিনিস আমরা জানি। এ জিনিস মহাভারতের আমলেও ছিল। ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের লাইভ টেলিকাস্ট শুনিয়েছিলেন সঞ্জয়।’
আরও পড়ুন-বিজেপির পুরুলিয়া বনধ-এ শুনশান পথঘাট, বন্ধ দোকানপাট, চলছে সরকারি বাস
মামলাকারী চন্দন কুমার সিং অভিযোগ করেছেন, শর্মার মন্তব্য অত্যন্ত সুপরিকল্পিত এক রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্যই ওই মন্তব্য করা হয়েছে। তবে এবারই প্রথম নয়। এর আগে দীনেশ শর্মা বলেছিলেন, আজকের যুগের জেট বিমান আর বৈদিক যুগের পুস্পক রথ একই জিনিস।

 

.