UP Municipal Election: কর্নাটকের পর যোগী রাজ্যে নগর পঞ্চায়েত-নগর পালিকা নির্বাচনে ধাক্কা বিজেপির!

UP Municipal Election: মমতা বলেন, মানুষ কেন ওদের ভোটে দেবে? সবাইকে তদন্ত এজেন্সিগুলির মুখোমুখি হতে হয়েছে। যারা ক্রিমন্যাল তাদের নিয়ে আমার কোনও সমস্যা নেই। সংবাদমাধ্যমকে বলছে কোনটা দেখাতে  হবে, কোনটা নয়। সাংবাদিকদের জেলে পুরে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব হলে এভাবে সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না। 

Updated By: May 13, 2023, 09:19 PM IST
UP Municipal Election: কর্নাটকের পর যোগী রাজ্যে নগর পঞ্চায়েত-নগর পালিকা নির্বাচনে ধাক্কা বিজেপির!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:কর্নাটকে ভরাডুবি হয়েছে বিজেপির। দক্ষিণের এই রাজ্যে প্রায় সাফ গেরুয়া শিবির। ম্যাজিক ফিগারের দৌড়ে বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস। একইদিনে মোদী-শাহর জন্য আরও একটি বড় ধাক্কা এল যোগীরাজ্য থেকে। সেখানে পুরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচনেও তলানিতে বিজেপি। একমাত্র মিউনিশিপ্য়াল ভোট ছাড়া আর কোথাও খুব ভালো ফল করতে পারেনি বিজেপি। অন্তত প্রবণতা সেটাই বলছে।

আরও পড়ুন-ওদের এই দোষেই নো ভোট টু বিজেপি হয়েছে কর্নাটকে! ভরাডুবির কী ব্যাখ্যা দিলেন মমতা?

উত্তরপ্রদেশের মিউনিশিপ্য়াল করপোরেশনের নির্বাচনে ১৭টিতেই জিতেছে বিজেপি। ওই ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ৩ জন পুরনো। বাকীরা সবাই নতুন।  অন্যদিকে, নগর পঞ্চায়েতের ৫৪৪ আসনের মধ্যে ও নগর পালিকার ১৯৯ আসনের মধ্যে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু এখানে অবশ্য হিসেব অন্য কথা বলছে।  নগর পঞ্চায়েতের ৫৪৪ আসনের মধ্যে ১৯৬ আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, সপা(৯১), কংগ্রেস(১৪), বসপা(৩৮) ও অন্যান্যারা ২০৫ আসনে জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে বিরোধীরা। বিরোধীদের ওইসব আসন করলে দাঁড়ায় ৩৪৮।

অন্ধিকে, নগর পালিকার ১৯৯ আসনের মধ্যে ৯৪ আসনে জয়ী বা এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, সপা(৩৯), কংগ্রেস(০৪), বসপা(১৬) ও অন্যান্যারা ৪৬ আসনে এগিয় বা জিতেছে। বিরোধীদের ওই সংখ্যা যোগ করলে দাঁড়ায় ১০৫। ফলে নগর পঞ্চায়েত ও নগর পালিকা এই দুই স্তরেই আশঙ্কার কালো মেঘ জমেছে বিজেপি শিবিরের উপরে। প্রবণতা যদি শেষপর্যন্ত এই দিকেই এগোয় তাহলে দুর্বল হয়ে যাবে বিজেপি শিবির। তার দায় এসে পড়বে যোগীর উফরে।

প্রসঙ্গত, কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে এখনওপর্যন্ত ১৩৪ আসনে জিতে গিয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৬৪ আসনে। ভোটের ফলাফল দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডবল ইঞ্জিনের সরকার নয়, ট্রাবল ইঞ্জিনের সরকার। আর মমতা বললেন, ইমেজ বলে ওদের আর কিছুই নেই। মানুষ বুঝিয়ে দিয়েছে ওরা কোন জায়গায় দাঁড়িয়ে।

অন্যদিকে, কর্নাটক ভোটের ফল নিয়ে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের ঔ্ধত্য,অহংকার, এজেন্সি রাজনীতির বিরুদ্ধে নো ভোট টু বিজেপি হয়েছে। কর্নাটকের মানুষকে স্যালুট করি। কুমারস্বামীজিও ভালো করেছেন। ছত্তীসগড় ও মধ্যপ্রদেশেও ভোট হবে। আমি মনে করি ওই দুই জায়গাতেও বিজেপি হারবে। বিজেপির শেষের শুরু হয়েছে। উত্তরপ্রদেশে যোগী রাজের অত্য়াচার রয়েছে। মানুষ সেখানে সন্ত্রস্ত। বিরোধীরা সেখানে দুর্বল। দক্ষিণের দিকে তাকালে কর্নাটক, কেরালা, তামিলনাড়ুতে তারা নেই। 

মানুষ কেন বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে? মমতা বলেন, মানুষ কেন ওদের ভোটে দেবে? সবাইকে তদন্ত এজেন্সিগুলির মুখোমুখি হতে হয়েছে। যারা ক্রিমন্যাল তাদের নিয়ে আমার কোনও সমস্যা নেই। সংবাদমাধ্যমকে বলছে কোনটা দেখাতে  হবে, কোনটা নয়। সাংবাদিকদের জেলে পুরে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব হলে এভাবে সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না। ওদের একজনই শাসক, একটাই নীতি, একটাই উদ্দেশ্য। এটা মানুষ মেনে নেবে না। তাই বাংলা যে পথ দেখিয়েছিল, বেঙ্গল থেকে বেঙ্গালুরু মানুষ যে রায় দিয়েছে তাতে বোঝা গিয়েছে ইমেজ বলে কিছু হয় না, যতই সাজো। আগামী নির্বাচনগুলিতে বিজেপির হার একবারে নিশ্চিত। দেশের দু-একটা জায়গা ছাড়া  বিজেপির আর জেতার জায়গা নেই। এখন মানুষ বদল চাইছে। দেশকে বাঁচাতে গেলে এখন স্লোগান হল বিজেপি হঠাও, দেশ বাঁচাও। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.