ব্যপম কেলেঙ্কারি: স্টিং অপারেশনের জেরে সাসপেন্ড হরিশ রাওয়াতের ব্যক্তিগত সচিব
ব্যপমে বিদ্ধ বিজেপির ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে আবগারি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির। স্টিং অপারেশনের জেরে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব। দুর্নীতির
অভিযোগ অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও।
সুষমা-বসুন্ধরা-শিবরাজ সিং চৌহান। পরপর কেলেঙ্কারিতে বিদ্ধ বিজেপি এবার পাল্টা আক্রমণের স্ট্র্যাটেজি নিল। নিশানায় কংগ্রেস শাসিত রাজ্য সরকারের দুর্নীতি। বিজেপির নিশানায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ
রাওয়াত ও তাঁর ব্যক্তিগত সচিব মহম্মদ শাহিদ। বুধবার নয়াদিল্লির কেন্দ্রীয় দফতরে এ নিয়ে স্টিং অপারেশনের ভিডিও ফুটেজও প্রকাশ করেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ।
বিকেলেই তড়িঘড়ি পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে সব অভিযোগ খারিজ করেছেন রাওয়াত। অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিকে ঠুংগনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বুধবার সরব হন বিজেপি
নেতারা। কংগ্রেসের ঝোলায় কোথায় কী দুর্নীতি রয়েছে, এখন তা খুঁজে বের করে কংগ্রেসকে পাল্টা প্যাঁচে ফেলতে মরিয়া পদ্মশিবির।