২০১৪ সালের ইংল্যান্ড সফরের প্রতিচ্ছবি! ব্যাডপ্যাচ চলছেই....বড় রান নেই বিরাটের ব্যাটে
কোহলির কেরিয়ারে ব্যাডপ্যাচ এই প্রথমবার নয়। ১১ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে এর আগেও দুবার এমনটা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ব্যাট হাতে বাইশ গজে নামা মানেই একের পর এক রেকর্ড বিরাট কোহলির নামের পাশে। সেই কিং কোহলির ব্যাটে বড় রান নেই। ১৯ টা ইনিংস হয়ে গেল সেঞ্চুরি নেই কিং কোহলির। টেস্ট এবং একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা কোহলি শেষ সেঞ্চুরি করেছেন ১৯ ইনিংসে আগে। ২০১৪ সালের সেই ইংল্যান্ড সফরের প্রতিচ্ছবি যেন ফিরে আসছে ২০২০ সালে ...
ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে সাত বল খেলে বিরাট কোহলি করলেন মাত্র ২ রান। টেস্ট অভিষেক হওয়া কাইল জেমিসনের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে রস টেলরের হাতে ধরা পড়লেন ক্যাপ্টেন কোহলি। নিউ জিল্যান্ড সফরে আটটা ইনিংসে মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ব্যাটে বড় রান নেই। ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। সেটাও ২০১৯ সালের নভেম্বর মাসে। তারপর ১৯ টি ইনিংস খেলে ফেললেও আর তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি তিনি।
Virat Kohli now! Kyle Jamieson has his second as Ross Taylor gets into the game at 1st slip. Kohli goes for 2. India 3 down now. LIVE scoring | https://t.co/vWdNIMMIwd #NZvIND pic.twitter.com/eE6hMsLGnu
— BLACKCAPS (@BLACKCAPS) February 20, 2020
কোহলির কেরিয়ারে ব্যাডপ্যাচ এই প্রথমবার নয়। ১১ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে এর আগেও দুবার এমনটা হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১১ সালে বিশ্বকাপের আগে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। ২৪ ইনিংসে সেঢ্চুরি পাননি। সাত মাসে ব্যাটিং গড় ৪৮ থেকে কমে দাঁড়ায় ৩৯-এ। তিন বছর পর ২০১৪ সালে ইংল্যান্ড সফর বিরাট কোহলির কেরিয়ারে যেন অভিশাপ। ২০১৪ সালে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে ২৫ ইনিংসে সেঞ্চুরি পাননি তিনি। ইংল্যান্ডে পাঁচটি টেস্টে ১৩৪ রান করেন বিরাট।
২০১১ এবং ২০১৪ সালে অফ ফর্মের নিরিখে বিরাটের কেরিয়ারে এটা তৃতীয় ব্যাডপ্যাচ। কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রান করেছেন কোহলি। দ্বিতীয় ইনিংসে কি রান পাবেন! নাকি বিরাটের ব্যাডপ্যাচ চলবেই ....
আরও পড়ুন - ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয় ভারতের, ধুঁকছে কোহলির দল