BEN vs JHA, Ranji Trophy Quarterfinals 2022-23: ঝাড়খণ্ড ব্যাটিংয়ের নটে গাছটি মুড়িয়ে সেমির পথে বাংলা, প্রতিপক্ষ কে? ভেন্যু কোথায়?

ক্রিজে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে শুরু করেন শাহবাজ। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন অভিষেক পোড়েল। তবে বেশিক্ষণ সেই জুটি স্থায়ী হল না। ৩৩ রানে ফিরে যান বঙ্গ উইকেটকিপার। ২৫৬ রানে ৬ উইকেট হারায় দল।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Feb 2, 2023, 06:19 PM IST
BEN vs JHA, Ranji Trophy Quarterfinals 2022-23: ঝাড়খণ্ড ব্যাটিংয়ের নটে গাছটি মুড়িয়ে সেমির পথে বাংলা, প্রতিপক্ষ কে? ভেন্যু কোথায়?
আকাশের আগুনে বোলিংয়ে শেষ চারের পথে বঙ্গব্রিগেড। ছবি: সিএবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় দিনের শেষে ৬৫ রানের লিড পেলেও পাঁচ উইকেট হারিয়েছিল বাংলা (Bengal)। স্বভাবতই বঙ্গ শিবিরে ছিল টেনশন। কারণ দল প্রথম ইনিংসে লিড পেলেও, ৫ উইকেটে বাংলার রান ছিল ২৩৮। তবে তৃতীয় দিন শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) লড়াকু ৮১ রান পুরো খেলা বদলে দিল। আর বাকি কাজটা সারল বঙ্গ পেস অ্যাটাক। ফলে গতবারের মতো চলতি রঞ্জি ট্রফিতেও (Ranji Trophy 2022-23) বাংলার সেমি ফাইনালে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। কারণ তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ড ৭ উইকেটে মাত্র ১৬২ রান তুলতে পেরেছে। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) রাজ্য দলের লিড মাত্র ৭ রানের। তাই বাংলাকে এবার আর রোখা যাবে না। সেটা এখনই লিখে দেওয়া যায়। 

এবার প্রশ্ন হল সেমি ফাইনালে বাংলার প্রতিপক্ষ কে? ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শেষ চারের ম্যাচ। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে চলছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মধ্যে কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলবে বাংলা। যদি গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ এই ম্যাচ জিতে যায়, তাহলে বাংলাকে হোলকার স্টেডিয়ামে গিয়ে খেলতে হবে। এই ম্যাচের এখনও দু'দিন বাকি। মধ্যপ্রদেশকে জিততে হলে এখনও ১৮৭ রান করতে হবে। যদি হনুমা বিহারীর (Hanuma Vihari) দল ম্যাচটা জিতে যায়, তাহলে বাংলা ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলার সুযোগ পাবে। 

আরও পড়ুন: Exclusive, Cheteshwar Pujara: কামিন্স, হ্যাজেলউড, ন্যাথান লিঁও-র মহড়া নেওয়ার জন্য কীভাবে তৈরি হচ্ছেন 'চে পূজারা'?

আরও পড়ুন: Hardik Pandya, IND vs NZ 3rd T20I: সিরিজ জেতার পর এবার মন জিতলেন হার্দিক, কিন্তু কীভাবে? দেখুন ভাইরাল ভিডিয়ো

এদিন ক্রিজে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে শুরু করেন শাহবাজ। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন অভিষেক পোড়েল। তবে বেশিক্ষণ সেই জুটি স্থায়ী হল না। ৩৩ রানে ফিরে যান বঙ্গ উইকেটকিপার। ২৫৬ রানে ৬ উইকেট হারায় দল। লোয়ার অর্ডারের বাকিরা তেমন রান করতে না পারলেও, শাহবাজ একাই বিপক্ষের বোলারদের বুঝে নেন। শেষ পর্যন্ত ১২০ বলে ৮১ রানে আউট হন এই বাঁহাতি ব্যাটার। মারলেন ৯টি চার ও ২টি ছক্কা। তাঁর ইনিংসের সুবাদেই প্রথম ইনিংসে ৩২৮ তুলে, ১৭৩ রানের মূল্যবান লিড পায় বাংলা।  

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ৭ উইকেটে ১৬২ রান তুলেছে ঝাড়খণ্ড। প্রথম ইনিংসে ৬২ রানে ৪ উইকেট নেওয়ার পর, এবার নিলেন ২৫ রানে ২ উইকেট। বিপক্ষের দুই ওপেনারকে ফেরান ঈশান ও আকাশ। এরপর মিডল অর্ডারে ভাঙন ধরান আকাশ ঘটক। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও, সবার নজরে এসেছিলেন এই তরুণ। এবার ১৯ রানে ২ উইকেট নিলেন। পিছিয়ে ছিলেন শাহবাজ। ব্যাট হাতে সফল হওয়ার পর ৩৮ রানে নিলেন ২ উইকেট। মারকুটে মেজাজে থাকা অনুকুল রায় ও বিরাট সিংকে ফেরান তিনি। দিনের শেষে অপরাজিত সুপ্রিয় চক্রবর্তী (৫ রান) ও শাহবাজ নাদিম (৪ রান)। তাঁরা ম্যাচ কতটা টেনে নিয়ে যেতে পারেন, সেটাই এখন চর্চার বিষয়।

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি সিএবি-র প্রতিষ্ঠা দিবস। গোটা ক্লাব হাউস জুড়ে সাজো সাজো রব। ফুল, আলো দিয়ে সাজছে ইডেন গার্ডেন্স। বাংলা শিবিরেও যেন উৎসবের ছোঁয়া। এখান থেকে সেমি ফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। ফলে মনোজ তিওয়ারি-লক্ষ্মীরতন শুক্লাদের শেষ চারের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.