বিশ্বকাপ ফাইনাল! নারী দিবসে ভারতীয় ক্রিকেটারদের শক্তি জোগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারতের মেয়েরা।

Updated By: Mar 8, 2020, 12:22 PM IST
বিশ্বকাপ ফাইনাল! নারী দিবসে ভারতীয় ক্রিকেটারদের শক্তি জোগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের মহিলা ক্রিকেটারদের। তিনি বলেছিলেন, ''...নীল পর্বতের মতো আজ মেলবোর্ন রাঙিয়ে দেবে নীল রঙ।'' হরমনপ্রিত কউরের দলকে শক্তি জোগালেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসিসি উইমেন্ট টি-২০ টুর্নামেন্টের ফাইনালের আগে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জয় কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজটা সহজে করবেন ভারতের মেয়েরা। আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন-  মেলবোর্নে মহারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতল অস্ট্রেলিয়া

সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার জন্য না খেলেই ফাইনালের টিকিট পেয়েছে ভারতীয় দল। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারতের মেয়েরা। ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত। ফাইনাল ম্যাচের আগে মুখ্য়মন্ত্রী টুইটারে লিখলেন, ''মহিলারাই আমাদের সমাজের স্তম্ভ। মহিলারা আমাদের গর্ব। আজ আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সমস্ত মা-বোনদের জানাই শুভেচ্ছা। কন্যাশ্রী থেকে রূপশ্রী, আমাদের সরকার মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়নের জন্য দায়বদ্ধ। আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারতীয় মেয়েরা। ওদের জন্য শুভেচ্ছা। টুর্নামেন্টের শুরুর পর থেকে আমি প্রতিটি ম্যাচ দেখেছি। তোমরা আমাদের দেশকে গর্বিত করেছ।''

.