Bengal Cricket: রঞ্জি জয়ের স্বপ্ন বজায় রাখতে লক্ষ্মী-মনোজেই ভরসা বাংলার

Bengal Cricket eyeing for Ranji Win with help of Laxmiratan Shukla Manoj Tiwary: লক্ষ্য রঞ্জি। তবুও আপাতত পরিবর্তনের পথে হাঁটছে না বাংলা দল। দেশের ঐতিহ্যবাহী ট্রফি ধরে রাখতে লক্ষী-মনোজেই ভরসা বাংলা দলের। বৃহস্পতিবার বিকালে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন এমনটাই।

Updated By: Mar 9, 2023, 08:57 PM IST
Bengal Cricket: রঞ্জি জয়ের স্বপ্ন বজায় রাখতে লক্ষ্মী-মনোজেই ভরসা বাংলার

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: এবারও হয়নি অধরা স্বপ্নপূরণ। ৩৩ বছরের অভিশাপ কাটেনি বাংলা দলের। গত ফেব্রুয়ারিতেই ফের বুক ভেঙেছে বাংলার। তীরে এসে তরী ডুবেছে দলের। ফাইনাল ল্যাপে গিয়েও রঞ্জি ট্রফি জেতা (Ranji Trophy 2023) হয়নি বাংলার। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার হজম করতে হয়েছে লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla) ও মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary)। তবে আপাতত কোনও পরিবর্তনের কথা ভাবছে না বঙ্গ শিবির। রঞ্জি জয়ের স্বপ্ন বজায় রাখতে লক্ষী-মনোজেই ভরসা বাংলার। এমনটাই জানিয়ে দিল বঙ্গজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAB)।

আরও পড়ুন: MS Dhoni: ধোনি তরুণদের ডাকতেন ঘরে, রাতভর চলত উদ্দাম নেশা! বিস্ফোরক প্রাক্তন সতীর্থ

বৃহস্পতির সন্ধ্যায় ইডেনে সাংবাদিক সম্মেলন করেছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।  এদিন তিনি জানিয়ে দেন যে, বাংলার রঞ্জি ফাইনালে হারের পর দলের সদস্যদের নিয়ে কোনও রিভিউ মিটিং হয়নি ঠিকই, তবে তাঁর কথা হয়েছে বাংলার নির্বাচকদের সঙ্গে। চলতি মাসের শেষেই বঙ্গকোচ লক্ষ্মীরতন এবং অধিনায়ক মনোজের সঙ্গে বৈঠকে বসবেন স্নেহাশিস নিজেই। তবে এর সঙ্গেই সিএবি প্রধান জানান  যে, বাংলার কোচিং স্টাফ সকলের সঙ্গেই এক বছরের চুক্তি রয়েছে। সুতরাং এখনই কোনও পদে পরিবর্তন আসছে না। আসন্ন ঘরোয়া লিগে ইমপ্যাক্ট প্লেয়ার শুরু করা হচ্ছে। মহিলা ক্রিকেটকে বাড়তি নজর দেয়া হবে বলে জানান সিএবি সভাপতি। অন্যদিকে সামনেই আইপিএল। আগামী ২১ মার্চ থেকে কলকাতায় শিবির শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিনদিন কেকেআর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের মাঠে অনুশীলন করবে এবং তারপর থেকে ঘরের মাঠ ইডেনে শুরু হবে শ্রেয়স আইয়ারদের অনুশীলন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.