সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি-গম্ভীরের দ্বন্দ্ব থামানোর আর্জি জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

কয়েকদিন আগেই কাশ্মীরকে কেন্দ্র করে আফ্রিদি-গম্ভীর একে অপরকে আক্রমণ করেছিলেন।

Updated By: Jun 2, 2020, 06:23 PM IST
 সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি-গম্ভীরের দ্বন্দ্ব থামানোর আর্জি জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের মধ্যে সংঘাত সোশ্যাল মিডিয়ায় চরম আকার নেয়। বিভিন্ন ইস্যুতে দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে কাদা ছোড়াছুড়ি একটা অন্য মাত্রা নেয়। এবার সোশ্যাল মিডিয়ায় সেই বিবাদ থামানোর জন্য দুজনকেই অনুরোধ করলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস।

 

কয়েকদিন আগেই কাশ্মীরকে কেন্দ্র করে আফ্রিদি-গম্ভীর একে অপরকে আক্রমণ করেছিলেন। দুই প্রাক্তন ক্রিকেটারের উদ্দেশ্যে ওয়াকার ইউনিস বলেন, "দুই জনের মধ্যে এই সংঘাত বেশ কিছু দিন ধরেই চলছে। ওদের ওবার বুদ্ধিমান হওয়া উচিত্। পরিণত মানসিকতা বোধ দেখিয়ে শান্ত হওয়া উচিত্ সকলের। "

পাশাপাশি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ হোক দুই দেশের দুই কিংবদন্তির নামে। এমনটাই চাইছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস। দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং ইমরান খানের নামাঙ্কিত ইমরান-কপিল সিরিজের কথা বলেন তিনি।

আরও পড়ুন - মায়ের কোলে মাথা রেখে শুয়ে সচিন, পাশে বাবা- ইনস্টাগ্রামে ছবি পোস্ট মাস্টার ব্লাস্টারের

.