চেন্নাই টেস্টের শুরুটা ভালো করলেন ইশান্ত, জাদেজারা

চেন্নাই টেস্টের প্রথম দিনের লাঞ্চের শেষে বেশ ভালো জায়গায় ভারত। একটু চাপে ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টে টস জিতলেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মাত্র ২১ রানেই দু'উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। যদিও লাঞ্চের সময় ইংরেজদের রান ২ উইকেটের বিনিময়ে ৬৮।

Updated By: Dec 16, 2016, 11:58 AM IST
চেন্নাই টেস্টের শুরুটা ভালো করলেন ইশান্ত, জাদেজারা

ওয়েব ডেস্ক: চেন্নাই টেস্টের প্রথম দিনের লাঞ্চের শেষে বেশ ভালো জায়গায় ভারত। একটু চাপে ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টে টস জিতলেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মাত্র ২১ রানেই দু'উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। যদিও লাঞ্চের সময় ইংরেজদের রান ২ উইকেটের বিনিময়ে ৬৮।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক ফিরে গিয়েছেন মাত্র ১০ রান করে। অন্য ওপেনার জেনিংস আউট হয়ে যান মাত্র ১ রান করে। তবে, ক্রিজে রয়েছেন জো রুট (অপরাজিত ৪৪) এবং মইন আলি (অপরাজিত ৭)। ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। মহম্মদ সামির পরিবর্তে এই টেস্টে খেলছেন সদ্য বিবাহিত ইশান্ত শর্মা। ইংরেজদের হয়ে এই টেস্টে অভিষেক হল লিয়াম ডসনের।

আরও পড়ুন  বিশ্বের সেরা ১০ ক্ষমতাবান মানুষ

.