কোপার কোয়ার্টার ফাইনাল লাইন আপ

শতবর্ষের কোপায় কোন কোন দেশ কোয়ার্টার ফাইনালে উঠল-

Updated By: Jun 15, 2016, 12:37 PM IST
কোপার কোয়ার্টার ফাইনাল লাইন আপ

ওয়েব ডেস্ক: শতবর্ষের কোপায় কোন কোন দেশ কোয়ার্টার ফাইনালে উঠল-

গ্রুপ এ থেকে-আমেরিকা, কলম্বিয়া।। গ্রুপ বি থেকে-পেরু, ইকুয়েডর

গ্রুপ সি থেকে- মেক্সিকো, ভেনেজুয়েলা।। গ্রুপ ডি থেকে-আর্জেন্টিনা, চিলি

কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি-এক নজরে

শুক্রবার ভারতীয় সময় সকালে- প্রথম কোয়ার্টার ফাইনাল- ইউএসএ বনাম ইকুয়েডর।। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল- কলম্বিয়া বনাম পেরু

রবিবার ভারতীয় সময় ভোর ৪.৩০- তৃতীয় কোয়ার্টার ফাইনাল-আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা।। রবিবার ভারতীয় সময় সকাল ৭.৩০- চিলি বনাম মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালের নিয়ম-

কোপার নিয়মানুযায়ী কোয়ার্টার ফাইনালে কোনও অতিরিক্ত সময়ের খেলা থাকছে না। মানে নির্ধারিত সময়ে খেলার ফল না হলে ম্যাচ সরাসরি চলে যাবে টাইব্রেকারে।

-----------------------------------------------------

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেল চিলি। গ্রুপ লিগের শেষ ম্যাচে পানামাকে চার-দুই গোলে হারিয়ে শেষ আঠে জায়গা পাকা করে ফেলল গতবারের চ্যাম্পিয়নরা। চিলির হয়ে জোড়া গোল করেন এডুয়ার্ডো ভার্গাস আর অ্যালেক্সিস স্যাঞ্চেস। প্রথমে পিছিয়ে পড়লেও ম্যাচে দুরন্ত কামব্যাক করে লাতিন আমেরিকার এই দেশটি। শনিবার কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে চিলি।

কোপার গ্রুপ লিগের খেলা শেষ। এবার নক আউটের পালা।

শুক্রবার সকালে কোপার প্রথম কোয়ার্টার ফাইনালে ইউএসএ-র মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। পরের দিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পেরুর সামনে কলম্বিয়া।  রবিবার কোপায় জোড়া কোয়ার্টার ফাইনাল। ভারতীয় সময় ভোর সাড়ে চারটেয় মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। সেদিনই চতুর্থ কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল সাড়ে সাতটায় গতবারের চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি মেক্সিকো।

 

 

.